![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কথাই সত্যি হলো আজ
ভালো মানের অভিনেতা আমি-
যদিও সেটা মঞ্চ টিভি’র নয়
নিজের সাথেই নিজের দিবা-যামী
ভালো থাকার করছি অভিনয়।
নিজের সাথে যুদ্ধ করে করে
আমি না হয় যুদ্ধ-পরাহত
কোন্ দাবিতে তোমায় দিলাম প্রাণে
এমনতর জনম-জ্বালার ক্ষত!
সুখটুকু নয় নাইবা পেলাম দিতে
কী অধিকার তোমায় দুঃখ দেয়ার
সে পাপেই আজকে আমি পাপী
দোষ দেবো কী তোমার ওপর আর!
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
টুটুল বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
টুটুল বলেছেন: ভালো মন্দ জানিনা, ভাই মনে য আসে, লিখি। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: মানুষকে প্রতিনিয়ত ভালথাকার অভিনয় করতে হয়।
ভাল লিখেছেন।