![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিগুরু, তুমি ভুল বলেছিলে
"মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"
আজকাল এই বাস্তবতার যুগে,
তোমার সেকালের সভ্যতার সংকট
যেখানে তীব্রতর,
নগদ বাজারদরেই মানুষের মূল্য
সেখানে ‘মানুষের উপর বিশ্বাস হারানো’ নয়,
মানুষের ওপর বিশ্বাস স্থাপন করাই পাপ।
কবিগুরু, তুমি বর্তমান থাকলে এ কথার
সাথে নিশ্চয়ই একমত হতে আজ।
মানবতা নয়-
অর্থই মনুষ্যত্ব বিচারের বড় মাপকাঠি
পুঁজিবাদী বিশ্বে পুঁজিই যদি না থাকে
থাকলোটা কী আর!
না সামাজিক মর্যাদা,
না সামাজিক অবস্থান,
না চর্চা করার মতো ক্ষমতা।
যে-পরিবার বিশ্বাসের ভিত্তিমূল
যাকে ভর করে বেড়ে ওঠা
সে-বিশ্বাস ভেঙে পড়ার উপক্রম।
যাকে ভাবতাম দেবতার মতো,
বিশ্বাস করতাম বিধাতার মতো,
যার ওপর আস্থা রাখতাম ঈশ্বরের মতো,
আজ দেখি সে-দেবতা,
সে-বিধাতা, সে-ঈশ্বরও
অর্থ দিয়ে হৃদয়ের বিচার করে।
নজরুল, তোমাকে কে শিখিয়েছিলো
‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই’
সবচেয়ে বড় মন্দির কাবা
ওই অর্থ নামের অনর্থটিই।
তার কাছে সবার মাথাই অবনত
সবাই তাকে পূজা করে।
হার্দিক অনুভূতি তার কাছে নগন্য
মানবিক মূল্যবোধ তার কাছে গৌণ।
আমার আশৈশব-লালিত বিশ্বাস,
সে-বিশ্বাসের ভিত্তিমূলে ফাটল ধরেছে;
হালকা ঝাঁকুনিতেই রয়েছে ভেঙে পড়ার আশঙ্কা ।
©somewhere in net ltd.