![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূক্ষ্ম সূক্ষ্ম দুঃখগুলো
তীক্ষ্মরকম বুকে বেঁধে
অন্তঃদাহে রুক্ষভাবে
অন্তর আগুন জ্বলে হৃদে।
কোন্ যাতনায় ব্ক্ষ মাঝে
কোন্ নিদারুণ তীব্র ঝাঁঝে
মন পুড়ে যায়,
বুঝতে পারি, বোঝানো দায়।
মন উদাসীন সকল কাজে।
এসব নীরব দুঃখ-জ্বালার
নেই অবসান,
নেই কোনো তীর, নেই কোনো পার।
জীবন নদীর জলের ধারায়
দুখ্ প্রবাহের স্রোত বহমান।
ভুলতে চাহি দুঃখ-জ্বালা
খুলতে চাহি কাঁটার মালা
জড়িয়ে ধরে আরো বেশি
পরম-আত্মীয়-সম
অশ্রুনীরে-গাঁথা-মালা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ সকাল ১১:১৮
মানুষ বলেছেন: