![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে পথে মুসাফির, ফুরায় দীর্ঘ পথ
স্বপ্ন আশার অবসানে ঘিরে ধরে ব্যর্থ মনোরথ
নিঃশেষ হয়ে এলে শলতের তেল, জ্বলে জ্বলে নিভে যায় দীপ
সম্বল সমাপনে, ভিখ মাগে রাজ-রাজাধিপ
ঋতু শেষে ঋতু আসে ধীরে ধরে বরষ ফুরায়
দিনভর আলো দিয়ে দিনমণি দিগন্তে হারায়
মিলনের ক্ষণ শেষে চলে আসে বিদায়-লগন
ভাঙে সুসম্পর্ক, বিপরীতে ধরে বিভাজন
কালের বিবর্তনে ভেঙে পড়ে রাজ-সিংহাসন
সেজনই শোশিত হয়, একদা যে করেছে শোষণ
মরণ আপন হয়, ছিন্ন হয় স্নেহ মায়াজাল
কাল-স্রোতে লীন হয়ে পুনরায় আসে মহাকাল
সৃষ্টির খেলা শেষে বেজে ওঠে ভাঙনের সুর
বিরহবেদনা বাজে, শেষ হলে মিলন মধুর
ভেঙে পড়ে সভ্যতা, ভেঙে পড়ে লোকালয়
নক্ষত্র খসিয়া পড়ে চ্যুত হয়ে আপন বলয়
শেষ হয় বাহুবল, ভেঙে পড়ে দর্প-অহংকার
পাহাড় ভাঙিয়া সেথা বয়ে যায় অকূল পাথার
ন্যায়ের সূচনা আসে নিঃশেষে সকল অন্যায্য
হোক সব নিঃশেষ
আমার এ প্রেম শুধু নিঃশেষে অবিভাজ্য।।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭
টুটুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্দলাগাটুকুও জানাবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
নামহীন মুসাফির বলেছেন: হোক সব নিঃশেষ
আমার এ প্রেম শুধু নিঃশেষে অবিভাজ্য
ভালো লাগলো