![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাইনা আমার জন্মদিন কেউ জানুক।
আমার বছর-বয়সের সমান মোমবাতি জ্বালুক
আনন্দে-আহ্লাদে-হর্ষে
এবং নিভিয়ে দিক প্রতি বর্ষে
একটি করে বাড়তি মোমের বাতি
ঘিরে আসুক আমায় আঁধার রাতি।
সে নিয়ে হইচই হবেনা, জানি।
কাটবেনা কেক কেউ হাট হতে আনি।
জানি, আমি বিখ্যাত কেউ নই।
খামোখা ঝামেলাটা ওই
কেউ করবেনা।
তবুও চাইনা।
চাইনা ফেইসবুকের ইনবক্স ভরে
অজানাকে জানার ভান করে
বন্ধুরা বিনে পয়সায়
দায়সারা কায়দায়
জন্মদিনের শুভেচ্ছা-বার্তা পাঠাক মেকি
আহ্লাদে গদগদ আমি চেয়ে দেখি।
চিরজন্মের অচেনা-অজানা
বন্ধুও ফেইসবুকে ভাব নেয় ‘চেনা’।
এইসব ভেবে চিন্তে তাই
ফেইসবুক আইডিটাই
ডি-অ্যাক্টিভেট করে রাখি
অনেক আগেই। কোনো আঁখি
যেনো কোনোভাবে আর
না জানে জন্মদিন আমার।
জীবনের দীপখানি জ্বলে যাক নিবিড় আভায়
নিবুক সে দীপ শুধু যেদিন জীবন যাবে চির তমসায়।
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
টুটুল বলেছেন: ঠিক তাই।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন ।
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
টুটুল বলেছেন: আমার লেখার হাতটা ততোটা ভালো না, ভাই। তবে লিখতে ভালো লাগে, এই আরকি! আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫
নামহীন মুসাফির বলেছেন: চিরজন্মের অচেনা-অজানা
বন্ধুও ফেইসবুকে ভাব নেয় ‘চেনা’।
ওপেন সিক্রেট।