![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতি পথে ট্রেনে একটা কবিতার
ভাববস্তু খুঁজে পেয়েছিলাম
তখন লেখা হয়নি বলে আর লেখাই হলোনা
অনুভূতিরাও জাগলোনা সেভাবে।
সাত সকালে প্রভাতফেরিতে যাবার কথা ছিলো
সময়মতো জাগতে পারিনি বলে
সে সুযোগ হাতছাড়া হয়ে গেছে
আক্ষেপ করি আজো তার জন্যে।
ছাত্র জীবনে পড়ালেখার সুযোগ এসেছিলো
তখন তার মূল্য বুঝতে পারিনি বলে
ভালো ফলাফল করা হয়নি
এখন খুঁজে ফিরি সে সুযোগ।
কৈশোরে এসেছিলো সোনালি ফসল ফলানোর সময়
সঠিকভাবে কর্ষণ করতে পারিনি বলে
শূন্য গোলাঘর শূন্যই রয়ে গেছে
আজো আমি ভালো ভালো কৃষক হতে পারিনি।
ভালোবাসা কড়া নেড়েছিলো যৌবনে
সে ডাকে দ্বার খুলিনি বলে
নিরাশ হয়ে ফিরে গেছে সে
বারবার পিছু ডেকেও তাকে ফেরাতে পারিনি।
ঝড়ের পরে আম কুড়াবার ধুম লেগেছিলো
সাথীদের সঙ্গে তাল মেলাতে পারিনি বলে
সে সুযোগ হাত ফসকে চলে গেছে
আফসোসে পুড়ি তার জন্যে।
সময় এসেছিলো সঠিক সময়ে সিদ্ধান্ত নেবার
সদ্ধিান্তহীনতায় ভুগেছিলাম বলে
চলে গেছে সে সুযোগ
আজো অনুতাপে জ্বলি, সে ভুলের মাশুল দিই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
টুটুল বলেছেন: ধন্যবাদ। পরবর্তীতে ভুলগুলো ধরিয়ে দিলে আরো বেশি খুশি হবো।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতায় আমার প্রথম 'লাইক' দিয়ে গেলাম, কারণ কবিতা ভাল লেগেছে।
লালন সাঁই বলেছেন, তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না ...
ঝড়ের পরে আম কুড়াবার ধুম লেগেছিলো
সাথীদের সঙ্গে তাল মেলাতে পারিনি বলে
সে সুযোগ হাত ফসকে চলে গেছে
আফসোসে পুড়ি তার জন্যে - আফসোস করে লাভ নেই। ঝড়ে পড়া আম না কুড়িয়ে গাছে চড়েও আম পাড়া যায়। সে চেষ্টাই করুন!
টাইপোঃ সদ্ধিান্তহীতায় < সিদ্ধান্তহীনতায় হবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
টুটুল বলেছেন: আদৌ যদি ভালো লেগে থাকে, সেটা আপনার ভালো মনের জন্যই লেগেছে। আমি ভালো লাগার মমতো কিছু লিখতে পারি বলে আমার মনে হয় না। আর হ্যাঁ, ভুলটা ধরিয়ে দেবার জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ++++