নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

তুও ফেরারি আজও

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯


পথে পথে নিরুদ্দেশ-যাত্রায়
রূঢ়-বাস্তবতা থেকে পালিয়ে বেড়াই,
জানিনা পথের সঠিক সন্ধান।

অনটন
পিছু টানে সর্বক্ষণ।
দু’ পা এগিয়ে পথে এক পা পিছুই,
নগন্য অর্জন, সঞ্চয় নেইকো কিছুই
ভবিষ্যতের জন্য।

প্রত্যাশারা সঙ্গ ছেড়ে চলে গেছে
অনেক আগেই, আমা হতে দূরে,
নিরাশারা পিছু পিছু তাড়া করে অনুক্ষণ
এড়িয়ে দৃষ্টি তাদের, ঘরে ফেরার ব্যাকুল-প্রত্যাশা
মননে, মগজে।
সে-ঘরে প্রতীক্ষারত জননী মমতাময়ী,
সন্তানের কল্যাণে মোনাজাতরত তাঁর হাত,
অশ্রুসিক্ত নয়নযুগল।
সে-ঘরে প্রতীক্ষারত প্রেমময়ী-প্রিয়া,
মরুময়-পিয়াসায় পিয়াসী ব্যাকুল।
সে-ঘরে প্রতীক্ষারত পুত্র আমার,
মুখে তার আধো আধো বোল,
লিকলিকিয়ে বেড়ে ওঠা কুমড়ো লতার মতো
পেলব-বাহুযুগল বাড়িয়ে সর্বদা প্রত্যাশায় থাকে
পিতার কাছ থেকে আরাধ্য-খেলনার।

অন্ধকার গলি পথে চলি অবিরাম
ঘরে ফেরার ব্যাকুল-প্রত্যাশা
মননে, মগজে।

তবুও ফেরারি আজও
আমি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: যা বলতে চেয়েছেন তা বলতে পেরেছেন কবিতায়?

হয়তো আমিই বুঝতে পারিনি।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

টুটুল বলেছেন: বলেছেন: কবিতার সব কথা বুঝতেও হয়না। যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে বলেছি, তারা হয়তো বুঝবেন, আশা করি।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: কারা তারা?

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

টুটুল বলেছেন: যারা আমার রূঢ়-বাস্তবতার নিত্য-সঙ্গী।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

বিজন রয় বলেছেন: আমি কি সেদলে নাই?

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

টুটুল বলেছেন: মনে হয় নেই। কারণ, একেতো আপনাকে উদ্দেশ্য করে লিখিনি... আচ্ছা, আপনাকে একটু ইঙ্গিত দিই- গণিতের মতো। মনে করুন, ঘরে ফেরার প্রত্যাশা=অপূর্ণ আশাগুলোকে ভুলে যাবার চেষ্টা, আর অন্ধকার গলিপথে পালিয়ে বেড়ানো= মনবাসনা পূর্ণ না হওয়ার যাতনা থেকে দূরে থাকার চেষ্টা। এবার সমীকরণ মেলান, মিলবে আশা করি।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ্কবিতা টি আমার ভালো লাগে নি।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

টুটুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। অনেক লোকের সত্য বলার সৎসাহসটুকুও নেই। আবার অনেকের সেটা থাকলেও, 'পাছে লোকে কিছু বলে' এরকম ভেবে কিছু প্রকাশ করেননা। আপনি সেদিক থে পুরোপুরি ব্যতিক্রম। তবে হ্যাঁ, কবিতার কোন দিক বা কোন বিষয় ভালো লাগেনি, জানালে উপকৃত হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.