নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

আহ্বান ২

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

প্রাপ্তিটুকু কমই থাকুক, চাওয়া পাওয়ার
প্রত্যাশাটা পূর্ণ থাক।
মন সাগরের বালুতটে রাশি রাশি আশার
ঝিনুক ঝিলিক ছড়াক।
বৈরী-মেঘে ঝড় না উঠে, দখিন-হাওয়া
শরীর-মনে দিক দোলা,
দুঃখ-ব্যথায় মন না ডুবে, সুখে-গাওয়া
সুরের তালে মন ভোলা
হোক মর্মমূল। হৃদয়-পদ্মে মধুকরে
ছন্দে-সুরে নাচন দিক,
হৃদয়ের গহীন-কোণে খড়ে-ছাওয়া ঘরে
চাদেঁর আলোর ঝিলিক
লেগে ধুলির ধরণী হয়ে উঠুক স্বর্গময়।
মানবতার জয়ের নিশান
উড়িয়ে সবে জেগে উঠুন; বিশ্বময়
সবার তরে রইলো আহ্বান।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

সূচরিতা সেন বলেছেন: ভালো লেখছেন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

টুটুল বলেছেন: কেমন লিখেছি সেটা আপনারা জানেন, আমি নই। আপনিও তো ভালো লেখেন, আপনার কয়েকটা পোস্ট পড়লাম।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে আর কি হয়??
তাতে কি বাজারে জিনিসপত্রের দাম কমে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

টুটুল বলেছেন: না, কমে না, ভাই; বাড়ে। পড়েননি- কবি আবুল হোসেন লিখেছেন, "বাড়ছে দাম
অবিরাম
চালের ডালের তেলের নুনের
হাঁড়ির বাড়ির গাড়ির চুনের |
আলু মাঙ্গা বালু মাঙ্গা,
কাপড় কিনতে লাগে দাঙ্গা,
উঠছে বাজার হু-হু করে সব কিছুর-
আঁকের শাকের কাঠের পাটের আম লিচুর |
খাওয়ার জিনিস শোয়ার জিনিস-
পরার জিনিস মরার জিনিস-
কিছু ছোঁয়ার সাধ্যি নাই |
ঘাটতি কেবল যেদিক চাই |

অভাব শুধু নাই মানুষের-
চাই কত মণ, চাই কত সের,
আণ্ডা চাও বাচ্চা চাও
জোয়ান বুড়ো-আসল ফাও
চাহিদা নাই মানুষগুলার |
কেবলি তার পড়ছে বাজার |"

তাহলেই এবার বুঝেন...

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন: টুটুল সাহেব, বেশ চমৎকার কবিতা লেখলেন।
ভালোলাগা প্লাস++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

টুটুল বলেছেন: ভালোলাগার সাথে সাথে মন্দ লাগাটা জানালেও খুশি হবো। ভালো থাকবেন নিরন্তর।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালোলাগা কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

টুটুল বলেছেন: ভালো মনের মানুষের কাছে সবই ভালো লাগে। আমার যে ছাইপাঁশ লেখা! এটা যদি আপনার ভালো লাগে, সেটা আপনার ভালো মনের পরিচায়ক।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

টুটুল বলেছেন: আমি গুরুজনদের কাছ থেকে পরামর্শ প্রত্যাশা করি বেশি। পরামর্শ, আলোচনা, সমালোচনা যাই থাকুক, জানাবেন- সাদরে গ্রহণ করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.