![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি
একদিন তুমিও আমাকে ভুলে যাবে
তখন ছোট-খাটো কথাতে আর
অভিমানের জোয়ারে ভাসবেনা তুমি
ভাসাবেনা আমাকে।
আমার একাকী রাতের অস্থির এলোমেলো ভাবনাগুলো জানতে
ব্যাকুল হবেনা আর;
অকারণ আঁখিজল
গড়াবেনা চোখের কোণায়
আটপৌরে পোশাকের মতোই
অভ্যস্ত হয়ে যাবে আমার অনুপস্থিতি।
ছুটন্ত ফড়িংয়ের ডানায় চড়ে
তোমার ভাবনাগুলো
আমাকে ঘিরে নাচবে না; বাষ্পের মতো উবে যাবে
ঠিকানা বিহীন।
সময় নিষ্ঠুর অবতার
কেড়ে নেবে সব অনুরাগ
তালা দেবে আবেগের লৌহ-দরজায়
রাক্ষুসে-ক্ষুধায় গিলে নেবে সব প্রেম
পাওনা সে বুঝে নেবে তার,
বুঝে নেবে কড়ায় গণ্ডায়।।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
ল বলেছেন: কঠিন উপলব্ধি, ভাল লাগা রেখে গেলাম