![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে-বৃক্ষ, যে-গৃহ সমান উঁচু গড়ে
সেসবে আঘাত তত নাহি লাগে ঝড়ে।
তেমনি এ সংসারে যে যত মহান
দুঃখ যাতনা তার তত দহে প্রাণ।
তরী যত বড়, তাতে ঢেউয়ের আঘাত
অসীম মহাসাগরে হানে প্রতিঘাত।
ছোট গাঙে ছোট তরী ছোট ঢেউ সহে
প্রবল ঢেউয়ের তোড় কী করে সে বহে!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
টুটুল বলেছেন: আমার সময় আমাকে যতদূর সময় দেয়, আমি পড়তে চেষ্টা করি। আপনার লেখাও পড়ি। যেহেতু আপনার লেখার হাতও ভালো, পরামর্শ আশা করি- আপনাদের কাছ থেকে। আমার আবার 'ইগো' প্রোবলেম নেই বললেই চলে। সুতরাং, নির্ভাবনায় মন্দলাগাটুকু জানালেও খুশি হবো। তবে এটা ঠিক, ভালো, পরিচ্ছন্ন দৃষ্টিতে সবই ভালো লাগে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার মূল ভাব দারুণ, কিন্তু উপস্থাপনার স্টাইলটা প্রাচীন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
টুটুল বলেছেন: আপনি ঠিকে ধরেছেন। আমার কাছেও তাই মনে হয়েছে।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ভুলও হতে পারে, আপনি বোধহয় জানেন না কীভাবে একটা কমেন্টের উত্তর দিতে হয়। যে-কারো কমেন্টের ডানে দেখুন একটা সবুজ বাঁকা তীর, ইমেজে দেখানো হয়েছে। ওখানে ক্লিক করলে যে বক্স ওপেন হবে ওখানে লিখুন।
জানা থাকলে এই কমেন্ট ইগনোর করুন।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
জগতারন বলেছেন:
কবিতা খুব ভালো লাগিল।
কবির প্রতি সুভেচ্ছা জ্ঞাপন করিতেছি।
হাঁ, আমি সোনাবীজ; অথবা ধুলোবালিছাই সহমত।
মনে হয় কবি টুটুল-কে ব্লগে নতুন বলে মনে হইতেছে। এর আগে এই কবির কোন কবিতা পড়িয়াছি! মনে হইতেছে না।
ব্লগের যাবতীয় নিয়ম কানুন জানা কবি টুটুল-এর দরকার।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
টুটুল বলেছেন: নতুন বা পুরাতন দুটোই বলতে পারেন এই অর্থে যে আমি এই ব্লগে আছি প্রায় সাত বছর যাবৎ- বিশ্ববিদ্যালয় জীবন থেকে। পোস্ট করেছিলাম প্রায় একশোর কাছাকাছি। শুধু শাহবাগ আন্দোলন নিয়েই আমার পোস্ট ছিলো কম করে হলেও দশটি।
আবার নতুন বলতে পারে এ অর্থে শাহবাগ আন্দোলনের দশ/ বা পনেরো দিন পর থেকেই আমার আইডিটার পাসওয়ার্ড চুরি অথবা হ্যাক হয়। কোনোভাবেই আমি সেটা পনরুদ্ধার করতে পাচ্ছিলাম না। এই কয়েক বছর পর, অল্প কিছুদিন আগে, আমি একাউন্টটি পুনরুদ্ধার করতে সমর্থ হই। এবং তারও চেয়ে দুর্ভাগ্যের বিষয়- আমার একটি ছোট পোস্ট ছাড়া আর কোনো পোষ্ট তারা রাখেনি- মুছে দিয়েছে। এমনকি আমার প্রোফাইল পিকচারটিও। সেগুলোর কিছু লেখা ছিলো, ফেসবুকে পোস্ট করা- সেখান থেকে সেগুলো পেয়েছি। বাকিগুলো নিরুদ্দেশ।
তবে, হ্যাঁ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং আপনার সাথে সহমত যে সেদিন আমার মন্তব্যের উত্তর দেওয়ার টেকনিকটা ঠিক ছিলোনা কিছু কারিগরি ত্রুটির কারণে। যাকগে, আপনাদের ব্লগপাড়ায়, নতুন-পুরাতন যাই ভাবেন, ভালোলাগা মন্দলাগা সবই জানিয়েন।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে কবির আবেগ। আবেগের কথামালা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
টুটুল বলেছেন: ঠিক তাই, রাজীব নুর ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন কবি।