![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝাঁকড়া ঝাঁকড়া বাবরি চুলে
দাঁড়ি-গোঁফের অন্তরালে
তোমার শুচি বদনখানি।
মাথায় আছে জ্ঞানের পাথার
জড়িয়ে কুন্তল বাহার
কাজল বরণ দুচোখ তোমার
সত্যের সন্ধানী।।
সে দুচোখের আলোয় তুমি
দেখেছিলে এই পৃথিবী
নিটোলভাবে, নিখুঁতভাবে
ওগো মহান বিশ্বকবি।
গাইতে তোমার প্রেমের গীতি
জানাতে তোমায় প্রাণের প্রীতি
হয়েছি আমি বিভোর,
তুমি ছিলে বিশ্বজনের
উদার-হৃদয়, মুক্ত মনের
রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮
টুটুল বলেছেন: পরামর্শ প্রত্যাশা করি। থাকলে জানাবেন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবিকে নিয়ে, শুভ কামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
টুটুল বলেছেন: ভালো লেগেছে- এটা আপনার ভালো মনের বহিঃপ্রকাশ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০
টুটুল বলেছেন: খারাপ লাগলে জানাতে ভুলবেননা যেন।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
ইয়াকুব আহসান বলেছেন: অসাধারণ হয়েছে কবি। ভালো লাগা রেখে গেলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২
টুটুল বলেছেন: যদি আদৌ ভালো হয়ে থাকে, সেটা আপনার ভালো দৃষতিভঙ্গির জন্য- আমার কৃতিত্ব সামান্য। ভালো থাকবেন।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর লিখেছে। বেঁচে থাকুক রবি সকল কাব্যপ্রেমীর অন্তরে।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
সূর্যালোক । বলেছেন: ছড়াটি ভাল লাগছে । রবীন্দ্রনাথের অনেক কিছু উঠে এসেছে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
স্রাঞ্জি সে বলেছেন:
বাহ দারুণ রবিঠাকুরের প্রতি ভালবাসা।