![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত বান্ধিবি, পাও বান্ধিবি
আমার মন বান্ধিবি কী দিয়া
যাইবার বেলায় চইলা যাইমু
আমি সকল বান্ধন কাটিয়া।।
চাইর দেওয়ালের মধ্যেখানে
বন্ধ ঘরের জেলখানায়
যতই রাখ আটকাইয়া
তাতে কাহার কী বা যায়
ঘর বান্ধিবি, দোর বান্ধিবি
প্রাণ বান্ধিবি কী দিয়া
সময় হইলে উইড়া যাইমু
লোহার শিকল কাটিয়া।।
নিয়ম-নীতির শাসন বারণ
পয়সা-কড়ির অহংকার
আমায় ক্যামনে হার মানায়রে
আমিতো ধারিনা ধার
ধন দেখাবি, জন দেখাবি
মন মিলাবি কী দিয়া
মনটায় মন খুঁইজা লইবো
মনের মতো করিয়া।।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই খুব ভাল লেগেছে। ++++
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সনেট কবি বলেছেন: সুন্দর।+
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর গীতিকবিতা গড়েছেন, মুগ্ধতা জানিয়ে গেলাম কথামালায়।
শুভকামনা জানবেন ভাই
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫
বাকপ্রবাস বলেছেন: গান বান্ধিলাম সুর বান্ধিবি কী দিয়া
বেশুরে গান গাইলে তবে পিটাইব লোকে বান্ধিয়া
-
মজা করলাম একটু হা হা । গান সুন্দর হয়েছে।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘর বান্ধিবি, দোর বান্ধিবি
প্রাণ বান্ধিবি কী দিয়া
সময় হইলে উইড়া যাইমু
লোহার শিকল কাটিয়া।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হায়রে মন পিন্জিরা
তুই কোথায় উইড়া যাবিরে
আমায় যা বলিয়া
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: এই কবিতায় সুর সংযোজন করলে- দারুন হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+