![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাটি সামহয়্যারইনব্লগডটনেট এর ব্লগার খায়রুল আহসান সাহেবের পরামর্শের প্রতিফলন হিসেবে লেখা। আজ সকালে দুটো অনুকাব্য পোস্ট করেছিলাম; উনি মন্তব্যে বলেছিলেন যে দুটো অনুকাব্যকেই বাড়িয়ে একটি করে কবিতাই লেখা যেতো। তাঁর মূল্যবান পরামর্শের মর্যাদা স্বরূপই এখনকার কবিতাটি।
কথা ছিলো, দূর ছায়াপথ পাড়ি দেবো খালি পায়ে হেঁটে
দুজনের গায়ে পরা সাদা জামা ধূলো মেখে হবে মেটে।
কথা ছিলো, কাটবো সাঁতার তুমি আর আমি ঐ আকাশ গঙ্গায়।
বৃষ্টি শেষে রামধনুকের নাও সাজিয়ে, চড়ে দুজনে সে ডিঙায়,
ভেসে বেড়াবো ভাবনাবিহীন আনমনে, অচেনা-মেঘের দেশে।
মন পবনের উদাস-গানে, অদেখা-স্রোতের টানে, হেসে হেসে
ভেসে ভেসে। কথা ছিলো, তারাদের খই শাড়ীর আঁচলে লুকিয়ে
লয়ে তুমি আসবে আমার অভিসারে, জননীর চোখ ফাঁকি দিয়ে।
পূর্ণিমা তিথির চাঁদটাকে পেড়ে, গোধূলিবেলার আবিরের-রঙ মেখে,
মেঘেদের রঙে আলতা লাগিয়ে, কনক-রঙা তোমার ললাটে এঁকে
দেবো। এতোসব দেখে ঈর্ষায় কাতর প্রভাকর পুড়ে পুড়ে শেষ হবে।
আমাদের প্রেমের ইতিহাস সে আকাশের দেবতারে নবিস্তারে কবে।
শুনে সে কাহিনী সূর্যের কাছে, মুচকি হাসিয়া, কহিবেন আকাশের নৃপ,
‘শোনো দুঃখ করোনা বৎস, আজি হতে তুমি মহাবিশ্বে আলোর প্রদীপ”।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০
টুটুল বলেছেন: আরে বাহ! দারুণ তো! আমিতো আমার কবিতার চেয়ে আপনি যে ছবিটা যোগ করেছেন, তার প্রেমেই বেশি পড়ে গেলাম।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। অণুকাব্যগুলোও সুন্দর ছিল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
টুটুল বলেছেন: আপনার লেখা আমার কাছে আমার লেখার চেয়েও ভালো মানের মনে হয়েছে।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯
রাকু হাসান বলেছেন: অনুকাব্য আমার অনেক ভাল লাগলো ভাই । আমার ব্লগের প্রতি উত্তর টা দেখবেন আশা করি ।
শুভরাত্রি ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮
টুটুল বলেছেন: েনো নয় ভাই- আপনার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলাম। তবে গান গাইতে ইচ্ছে করছে- যদিও পারিনা ভালো। গানটা হলো "এতো ভালোবেসোনা আমায়, বিণিময়ে আমি কী দেবো তোমায়..."
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
স্রাঞ্জি সে বলেছেন:
একরাশ মুগ্ধতা জানিয়ে যাচ্ছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫
টুটুল বলেছেন: আপনার মুগ্ধতা বুঝে পেয়ে মন
হয়ে গেলো খুব বেশি আবেগপ্রবণ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
রাকু হাসান বলেছেন: ভালবাসাটাই না হয় দিলেন । সেটাই তো আসল ।
। সেটাই মত বড় ধন যে আর নাই ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩
টুটুল বলেছেন: সেটা অবারিত আছে উন্মুক্ত আকাশের মতোই।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
মাটির পৃথিবী থেকে অনেক দুরে নীহারিকার দেশে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৬
টুটুল বলেছেন: ঠিক তাই।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮
শাহিন বিন রফিক বলেছেন:
চমৎকার হয়েছে আপনার কবিতাটি।
কথা দিয়েছিল প্রিয়সীনি
কথা রাখেনি, ঠিকই নিয়েছে বেছে নিজের স্বপ্নীল পথ
অভাগা এই আমি কথা রেখে হয়েছি দেবদাস।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭
টুটুল বলেছেন: আপনি হৃদয় দিয়ে কবিতা অনুধাবন করেন, তাইনা?
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২
ল বলেছেন: হৃদয় ছোঁয়াা কথামালা
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: আপনি একজন ব্লগারের প্রতি সম্মান দেখিয়ে কবিতা লিখেছেন। এটা খুব ভালো।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: আমার সাজেশনটুকু গ্রহণ করার জন্য ধন্যবাদ।
শিরোনামসহ কবিতাটি ভাল হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথা ছিলো, কাটবো সাঁতার তুমি আর আমি ঐ আকাশ গঙ্গায়।

কেঊ কথা রাখে না
কেউ মনে রাখে না
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,