![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শঙ্খ ঘোষ তো ঠিকই জানে
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
রূপের নেশায় মজে নয়ন
মজে না মনন।
রূপ তো ত্বকের উজ্জ্বলতায়
বিজ্ঞাপনে তাই-ই বোঝায়
পায়ের নখ কি চোখের পাতায়
শুধুই প্রসাধন।
ইংরেজিতে যাকে বলে ‘গ্ল্যামার’
তাতেই তো নজর তোমার আমার
জ্ঞান ও গুণের মিশেল কি আর
খোঁজে এ লোচন?
বর্ণবাদ আর জাতিভেদ- সবই
জ্ঞানের তত্ত্ব কথা। আমরা ভাবি
সত্য সবই দেখাচ্ছে যে ছবি
পত্রিকা বা টেলিভিশন।
সুকুমার রায় ভেবে বলুন মূল্য বেশি কার!
ভেতরের ‘সমান রাঙা’, না উজ্জ্বল চামড়ার
জেনেও সব বর্ণবাদী বিজ্ঞাপন হচ্ছে প্রচার।
হায় কী প্রহসন!
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় টুটুলভাই,
বেশ ভালো লাগলো ; বিজ্ঞাপন।
শুভকামনা আপনাকে।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মনস্বিনী বলেছেন: ভাল।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্য বলেছেন। আসলে মুখে মুখে সবাই সুন্দর মনের প্রশংসা করলেও বাস্তবে রূপকেই বেশি প্রাধান্য দেয়।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: বর্তমানে বিজ্ঞাপনের চেয়ে ভালো ব্যবসা আর কি আছে? টিভি, রেডিও, বিলবোর্ড, পোস্টার।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই ভাল কাগল। লাইক দিলাম