![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝেছিনু যতটুকু, ছিলো সবটুকু ভুল
কোনো প্রতিষ্ঠান, কোনো স্কুল
সেটা শেখাতে পারেনি আমাকে।
কেনো এই নির্ঘুম রাত জাগা
কেনো এই দুর্ভাবনা, এতো কথা খরচা,
ভুলেই ছিলাম এসব অনধিকারচর্চা;
এ আমার অধিকার নয়।
কৈশোরের সে পরিচয়,
সেই ভালোলাগা, ফেলে আসা সময়
সব আজ অকারণ, অর্থহীন।
সব ভুলে, আমি অর্বাচীন
বুনে গেছি স্বপ্ন, অবাস্তব-
ভাবনা ভেবেছি অহর্নিশ।
ভালোবাসা অনুখণ
মরু-বালুচরে ছড়াতে চেয়েছে
প্রেমের শেকড়। আকাশে
মেলতে চেয়েছে বিশ্বাসের ডানা।
জলহীন, শুষ্ক, শূন্য সে স্থলপ্রান্তরে
অঙ্কুরেনি আমার অনুরাগের বীজ।
যে-বাসনা বুকে করে হৃদি-সরসিজ
তন্দ্রাতে আছিলো বিভোল,
অনাদরে শুকালো সে ফুল।
এতোকাল যে-জলেতে লাগেনিকো দোল,
আছিলো গগন-প্রায় নিথর-নিটোল
ভুল করে ছুঁতে গিয়ে স্তব্ধ সে-জল
প্রীতি ঢেউ জাগলোনা, না পুরিলো আশা,
মিটিলোনা হৃদয়ের তৃষ্ণা-পিপাসা
বৃথা হিয়া হলো চঞ্চল।
বুকে নিয়ে দুচোখের লোনাজল সম্ভার
অবিরাম জাগি আমি সাত জলাধার,
তুমি মোর বিপরীতে অধরা আকাশ
মোর বুকে তবু সদা তোমার প্রকাশ
ঢাকো যতো মেঘে, ওঠো যতো রেগে
সেই ছায়া মোর বুকে সমান আবেগে
এসে পড়ে। মাতো যদি ঝড়ের তাণ্ডবে,
বুকে মোর শত ডিঙা ডোবে।
তুমি আমি আলাদা কিভাবে?
ভুলেছিনু দূরাতীত ভাবনার আড়ালে
ভেবেছিনু ফিরিয়াছো মোর নদীকূলে,
চেয়ে দেখি, ব্যথা-স্রোতে ভাঙা সেই কূল
তুমিই বুঝিয়ে দিলে সবই মোর ভুল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
টুটুল বলেছেন: সে কথা না হয় গুঢ়ই থেকে গেলো।
ভালোলাগাটা আপনার ভালো মনের প্রকাশ; আমার সফলতা নয়।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
করুণাধারা বলেছেন: ভুল ভেঙ্গে দিল একজন মানুষ। কিভাবে?
কবিতাটি পড়তে খুব ভালো লাগলো।