![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন মনে শিশু সেজে খেলছো খেলা বিশ্বমাঝে
সকাল দুপুর বিকেল সাঁঝে এ পৃথিবীর সাগর তটে।
ছবি এঁকে বালির পরে মুছে দিচ্ছো হাতটি নেড়ে
এ খেলাতেই মজে থেকে তোমার সারাবেলা কাটে।
এ খেলাতে পাও তুমি কী? শুধু কি আনন্দ, নাকি
মিছেমিছি যাচ্ছো খেলে অনাদি অনন্ত সময়,
নেইকো বিরাম, নেই অবসাদ, নেইকো বিসম্বাদ,
কিসের নেশায় খেলছো এরূপ, অপার বিস্ময়!
রচনাকাল ২০ নভেম্বর ২০০২
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
এস এম ইসমাঈল বলেছেন: বাহ! সুন্দর।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
ভালো লিখেছেন।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: অপার ভাল লাগা রেখে গেলাম।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
সনেট কবি বলেছেন: সুন্দর