![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়ে চলেছে জনস্রোত, সেথা কী আমার পরিচয়
লাখো মানুষের ভীড় চারিদিকে, এই আমি কারো নয়।।
জীবন চলছে জীবনের নিয়মে, সময় যাচ্ছে কেটে
মরণের পানে চলছি এগিয়ে গুটি গুটি পায়ে হেঁটে
দুটি তীরে শুধু ধূধূ বালুচর দৃষ্টি-সীমানাময়।।
লাখো মানুষের ভীড় চারিদিকে, এই আমি কারো নয়।
যার যার মতো গেয়ে চলে সবে আপন গানের সুর
ভাবনার কোনো নেই অবকাশ কে যে কাছে কে যে দূর
এলোমলেো সুরে গাইছে সকলে নেই কোনো তাল লয়।।
লাখো মানুষের ভীড় চারিদিকে, এই আমি কারো নয়।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
আপাতত আপনার পরিচয়, সামু ব্লগের কবি
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
সনেট কবি বলেছেন: সুন্দর+
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৫
চাঙ্কু বলেছেন: হুম
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: মানুষ, প্রকৃতি, ঈশ্বর- এই তিনে মিলে একাত্ম। জীবন-মৃত্যু যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা বাস্তবতা। তাই মৃত্যুর জন্য শোক অর্থহীন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
শুভ কামনা। ভালো থাকুন।