![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদনী চকে চাঁদ ওঠেনা, বসেনা চাঁদের হাট।
মুখোশ পরা মুখগুলো জমিয়ে তুলেছে বিরাট
আয়োজন কেনা আর বেচার।
কেউ বা কেনে, কেউ বা বেচে, কেউ নিজেকে
বিকোয় পণ্যসম দামে। কেউ বা ট্যারা চোখে
চশমা এঁটে খোঁজে মনের শিকার।
হাতিরঝিলে হাতির দেখা মিলবে কি আর কভু
মানুষগুলো কিসের নেশায়, কেনো জানি তবু
ঊর্ধ্বশ্বাসে সেখানটাতেই ছুটে
বিজলি বাতির ঝলকানিতে চোখ ধাঁধাবার তরে।
জৌলুসমাখা আভিজাত্যের কপট এ নগরে
দৃষ্টির অগোচরে কত কিছু ঘটে।
কাঁঠাল বাগান নামেই শুধু, কাঁঠাল কি আর আছে?
সে তো অট্টালিকায় হয়না, হয় কাঁঠালের গাছে;
প্রকৃতির নিবিড় সান্নিধ্যে।
মানুষগুলো ভূতের মতন, কেউ কারো নয় চেনা
হৃদয় দিয়ে হৃদয় এথায় হয়না কভু কেনা।
কাম আর স্বার্থ শুধু মনের মধ্যে।
ফার্মবিহীন ফার্মগেটের ব্যস্ত মানুষগুলো
কাজের খোঁজে সারাটাক্ষণ ছুটছে এলোমেলো
লেশমাত্র নেই কোনো বিভ্রাট।
হৃদয় কোণে দুঃখ চেপে, মুখে মধুর হাসি
লাগিয়ে রাখে নির্নিমেষে নিষ্প্রাণ নগরবাসী
বজায় রাখতে বাইরের ঠাটবাট।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: মজার কবিতা।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
নজসু বলেছেন: