![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ত কিছুই নাই!
না ঘর, না বাড়ি, না জৌলুস,
খালি আছে ভালোবাসার মতন
একটা কাঙাল মন।
আর তুমি ত কেবল সেসবেরই পূজারি।
আমার ঘরদোরহীন, অনিকেত ভালোবাসা
তোমার কাছে কোনো মূল্যই পায়নি কোনোদিন,
পায়না এখোনো।
তুমি ত স্বপ্ন ডানায় ভর করে উড়ে চল
মুক্ত বলাকার মত সুদূর দূরান্তে।
হালকা হাওয়ায় গা ভাসিয়ে
অচেনা মেঘের ওপর দিয়ে
সমুদ্র ওপারে।
খালি মন দিয়া কি ভালোবাসা হয়, কও?
ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলে
রূপ লাগে, গুণ লাগে,
পানতার সাথে নুন লাগে।
পানের সাথে যেমন চুন লাগে,
সেরকম।
গাছের কচি চারার মতন
অন্তরের আদরে, বুকের যত্নে, হৃদয়ের ধন
লালন করতে হয়, লালন।
আমি হয়তো দেবতার গ্রাস থেকে ফেলে দেয়া
উচ্ছিষ্টই ছিলাম।
নইলে দেবতা আমারে এত নেহায়েত খেলো করে
কেনই পাঠাবে এ ধরায়!
কিছু নাই, জানি।
তবু ভিখারি এ মন তোমার সাথে
ঘর বাঁধার স্বপ বুনে বাউই পাখির মতন।
স্বপ্ন দেখতে ত আর টাকা পয়সা ধন
লাগেনা।
ভালবোসা ত বুকের মধ্যে অরূপ-রতন
খুলে দেখাবার জিনিস না যখন তখন
আর আট দশটা বস্তুর মতন।
যদি পার, ছাইড়না;
ধইরা রাইখ কইরা যতন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: টুটুল ভাই খুব সুন্দর কবিতা লিখেছেন।
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: অনিকেত ভাল... বাহ্
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।