![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নবাজের দেশে থাকি
এখানে সবাই স্বপ্ন দেখে।
স্বপ্নের বীজ বুনবো আমি
আমাকে মাটির মায়া ডাকে।
মাটির রসে অঙ্কুরিত হবে সে বীজ,
গজাবে স্বপ্নের নতুন চারা,
শস্য হয়ে ফলবে তাতে স্বপ্ন আবার
সাজবে ডালায় স্বপ্নের পসরা।
ফেরি করে ফিরবো আমি
কষ্টে পাওয়া আমার স্বপ্ন-সোনা,
কিনবে সেসব স্বপ্ন-পিয়াসীরা,
মৃত্তিকাতে হবে পুনঃ বোনা।
জন্ম হবে নবীন স্বপবাজের
গরিব-দুখীর ছনে-ছাওয়া ঘরে।
এমনি করেই আমার স্বপ্ন
দুখীর গৃহ তুলবে সুখে ভরে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯
সনেট কবি বলেছেন: পড়লাম
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
ইসমাঈল আযহার বলেছেন: স্বপ্ন দেখে কিইবা লাাভ যদি তা পূরণের অবলম্বন না থাকে!
কত স্বপ্ন হারিয়ে যায় কোথায় তার খোঁজও থাকে না।
৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে।