![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ-ছোঁয়া প্রান্তর
মেঠো পথ চলে গেছে তার বুক চিড়ে।
সন্ধ্যার অন্ধকার-আবছায়া ঘিরে ধরেছে সে পথ।
একটু পরেই নেমে আসবে মিশকালো রাত্রি।
এ পথে একাকী যাত্রী
আমি, নিঃসঙ্গ-পথিক।
সভ্য সমাজের নাগরিক
সহস্র জনের ভীড়ে তবুও কী ভীষণ একা!
পথ চলি,
এলোমেলো এদিক সেদিক তাকাই,
অজানা গন্তব্যে কিছু বাদুড় উড়ে যায়
যারা মাতৃদুদ্ধ পান করে বেড়ে ওঠে, ডানায়
ভর করে ওড়ে,
অপাচ্যদ্র্রব্য ত্যাগ করে যে পথে খাবার খায়।
আমিও যেোন এক একটা বাদুড়
উড়ে চলি বহুদূর।
ঠিকানা জানিনা।
দুচোখে কিছুই দেখিনা।
শব্দ ঠাওরে এগিয়ে যাই।
অনুমানে আভাস পেতে চাই-
সন্ধ্যা পেরিয়ে
কতটা ঘনালো রাত্রি!
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
কবিতার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি ব্যবহার করবেন।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লেগেছে টুটুল ভাই। শুভ কামনা!
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: ++++
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো রাত্রির চিত্র ।
শুভকামনা প্রিয়কবিভাইকে।