![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই সুন্দর, আমি নই,
কী-ই বা তাতে ক্ষতি
রঙিন ফুলকে ছুঁলো না হয়
কালো প্রজাপতি।।
কী-ই বা এমন আসবে যাবে
আমি কালো, তুই হলে সাদা
দুজন মিলে হলাম না হয়
শ্রী কৃষ্ণ আর রাধা।।
মালির ছেলে আমি হলে
রাজার দুলাল তুই
অশুদ্ধ হয় মহাভারত
যদি তোকে ছুঁই।।
আমি না হয় পথের ফকির
তুই অভিজাত
রাত্রি যদি নাই থাকে
আসবে কি প্রভাত।।
তুই না হয় সংসারি, আর
আমি ছন্নছাড়া
চল দুজনে মিলেই গড়ি
একটা বসুন্ধরা।।
তুই না হয় আলট্রা মডার্ন
আমি না হয় ক্ষ্যাৎ
চল দুজনে মিলে ভাঙি
এইটুকু বিভেদ।।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা ।