![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ ভুলে আবার নতুন করে বুক বেঁধেছি আশায়।
কান্না মুছে আবার নতুন করে সুর দিয়েছি ভাষায়।
মরা নদীর চড়া ছেড়ে ময়ূরপঙ্খী ভাসবে অথৈ জলে,
পত্রঝরা বৃক্ষগুলো নতুন করে ভরবে ফুলে ফলে।
সারাজীবন যুদ্ধ করে বারেবারে হেরে গেছি, তবু
আশার দীপ যায়নি নিভে, আজও জ্বলছে নিবুনিবু
আবার তাকে জ্বালবো; নতুন সলতে-কেরোসিনে
আমি সে আলোতে পথ চলবো, দুঃখে ও দুর্দিনে।
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সারাজীবন যুদ্ধ করে বারেবারে হেরে গেছি, তবু
আশার দীপ যায়নি নিভে, আজও জ্বলছে নিবুনিবু
.................................................................. জীবন যুদ্ধে বেঁচে থাকার অর্থই
জিতে আছি ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২
নজসু বলেছেন: আশায় বুক বাঁধি আমরা
আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে।
কবিতায় ভালো লাগা।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৮
মাহমুদ আল ইমরোজ বলেছেন: ভালো হয়েছে...