![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে বাঁধনহারা ঢেউ,
কোন্ ক্ষোভে তুই ভাঙিস নিজেই
নিজের দুটি পাড়
তোর আঘাতে ভাঙলো
হৃদয়-কিনারা আমার।।
হৃদয় জুড়ে স্বপ্ন ছিলো
ছিলো ভালোবাসা
সব গেলো তোর গহিন জলে
ভাঙলো আশার বাসা।
হারাইলাম মোর প্রাণের স্বজন,
হারাইলাম সংসার।।
কাইড়া নিলি আপন আমার
কাইড়া নিলি পর
ভাসাইলি ভিটা মাটি
ভাসাইলি ঘর।
বুকে আমার আইছড়া পড়ে
তোর ঢেউয়ের আঘাত,
দুখের ধারা দিবা-রাতি
ভিজায় আঁখিপাত
সামনে এখন শুধুই আমার
অথৈ অন্ধকার।।
১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
টুটুল বলেছেন: গালাগালি করতে ইচ্ছে করলে, করুন। সবসময় প্রশংসা ভালো লাগেনা। একটু ব্যতিক্রম হলে, মন্দ হয়না।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: কষ্টের বাজার
১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
টুটুল বলেছেন: অক্করে হাচা কতা কইচেন, বাই।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহারে কষ্ট রে !
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬
টুটুল বলেছেন: অতি কষ্ট, জীবন নষ্ট।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: বিশেষ পরিস্থিতিতে, গালাগালি করে এমন শান্তি পাওয়া যায় যা এমনকি উপাসনাতেও পাওয়া যায় না।