নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

ইদানিং ভুল

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫

হয়তো শুনতে ভুল শুনেছি
ঘুমে নয়, তন্দ্রাচ্ছন্ন নই, মদ্যপ-মাতাল নেশাগ্রস্তও নই
ভুল হবার শঙ্কা খুবই ক্ষীণ
তবে কে এমন প্রশংসাবাণী ছাড়তে পারে।
আমার আবার আজকাল ভুল হচ্ছে বেশি।
সহসা তার চোখে চোখ পড়তেই মনে হলো
ছুটন্ত উল্কাপিণ্ড ধেয়ে আসছে
আমার হৃদয়-জমিনে গড়তে সুখের ক্যালডেরা।
ভুল ভাঙলো, ও তো উল্কা নয়, শান ধারানো ভ্রুযুগল।
ও পথে হাঁটতে গিয়ে লক্ষ করলাম পিচঢালা পথে
নেমে এসেছে আধখানা চাঁদ।
বিভ্রান্ত আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম অলক্ষেই।
সম্বিৎ ফিরলো গাড়ির হর্নে।
সবিস্ময়ে তাকিয়ে দেখি চাঁদ নয়,
ষোড়শী যুবতীর বোরকা-ঢাকা আধখানা মুখ।
নৃত্যাসনের সামনে বসে দেখতে পেলাম
অজস্র তারার ফুল ছড়িয়ে পড়ছে আসর জুড়ে,
নর্তকীর বক্ষ হতে, কটি হতে, শ্রোণি হতে, ঠিকরে পড়া চাওনি হতে;
উড়ে যাচ্ছে চারপাশে, জোনাকির মতো
আলো দিচ্ছে অন্ধকারে!
বন্ধু বললো ওসব কোনো চাঁদ-তারা নয়,
ও ছিলো নাচের মুদ্রা, নৃত্যশিল্পীর অঙ্গশৈলী।
ইদানিং ভুল আমার বেশিই হচ্ছে-
ভোরবেলা জেগে দেখি, গরিবের শয্যাখানি আলোকিত করে আছে দেবশিশু এক
পরক্ষণেই বুঝলাম, দেবশিশু নয়, সে আমার আপন সন্তান।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ছুটন্ত উল্কা পিন্ড ধেয়ে আসছে।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

টুটুল বলেছেন: আমি এতোকিছু বুঝিনা, রাজীব ভাই। আপনার তোলা ছবি চাই।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

আরোহী আশা বলেছেন: ভালো লেগেছে। কবিতায় ++

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭

টুটুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আজ রাত্তিরে আপনার ব্লগ বাড়িতে বেড়াতে আসবো। বসার পিড়ি রেডি করে রাখবেন কিন্তু।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

আখেনাটেন বলেছেন: সেটা কি ঐ ষোড়শীর-ই সন্তান নাকি!!! বাল্যবিবাহ করিয়াছেন জনাব.......... :P

টাইপো:

প্রশংসা < প্রসংশা

ভালো লিখিয়াছেন কবিতা। প্রচেষ্টা অব্যহত থাকুক।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

টুটুল বলেছেন: জ্বি না, জনাব। আমি বাল্যবিবাহ করি নাই। সেটা অতি অতি অতি সাম্পতিক ঘটনা।

আর হ্যাঁ, টাইপোটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ঠিক করে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.