নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাইনি তবু এটাই জরুরী খবর

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাত জেগে কবিতা লিখি, হারিয়ে গেছে দুচোখের ঘুম,
গ্রীষ্ম হারিয়ে শীত এসেছে, দীর্ঘতর হয়েছে বিষণ্ণতার রাত,
শপথ ভেঙে সংসারি হয়েছি, হারিয়ে গেছে লালিত সমাজতন্ত্রের-স্বপ্ন,
বিশ্বাসেরা পথ হারিয়েছে, ঘুরে মরি অবিশ্বাসের ঘোর-গলিপথে,
শিষ্টাচার নির্বাসনে, অশিষ্টরা রাষ্ট্রকে করেছে জবরদখল,
কালের কাল-স্রোতে গা ভাসিয়েছে সুশীল সমাজ, মিথ্যুক ও ভণ্ডেরা গেড়েছে আসন,
সভ্যেরা বিতাড়িত সমাজ হতে, অসভ্যেরা করে শাসন,
ভাবনাহীন-ভাবাবেগের সময়-তরী ভেসে গেছে ভাটির ভাটির অনেক আগেই,
তর্জনি তুলে চোখ রাঙায় দায়ভার এখন,
প্রতিকূল উজান স্রোতে নৌকা বেয়ে যাই,
সময়ের প্রয়োজনে শত্রু হয়েছে বন্ধু, বন্ধুরা বিস্মৃতির অতলে,
নষ্ট প্রজন্মের হাতে জিম্মি হয়ে, অন্ধ করাকক্ষে বন্দি আছে প্রেম,
কোন মুক্তিপণে মুক্তি মিলবে উপায় অজানা,
পুড়ে ছাই হয়ে উড়ে গেছে কৃষকের স্বপ্ন-সাধনা কারখানার কালো ধোঁয়ার সাথে,
কত ফুল ঝরে গেছে পায়নি আদর,
কত নক্ষত্র নিভে গেছে, টেনে নিয়েছে কৃষ্ণগহ্বর,
কত তারা খসে গেছে আকাশ হতে কেউ রাখেনি খবর,
কালের করার গ্রাসে কত সভ্যতার ঘটেছে বিলয় হিসেব নেইকো তার,
কালের সাক্ষী আমি–––অন্ধ-টিরেসিয়াস
শুধু দেখে যাই জন্ম জন্মান্তর–––¬¬¬
হারিয়ে যাইনি তবু এটাই জরুরী খবর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

মাহমুদুর রহমান বলেছেন: কবিতার প্রতিটি লাইন একবুক ক্লেশে ভরা।সত্যিই কবিতাটি পড়ে খুব খারাপ লাগলো।
অসাধারন কবিতা।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.