নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

শুভঙ্করের ফাঁকি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

মানি অর্ডার বন্ধই প্রায়, টাকা চলে রকেটে
এক টাকার কাজ দেখিয়ে, কোটি টাকাই পকেটে
ফ্লাইওভার শেষ হয়েছে, শুরু হলো মেট্রোরেল
আরেকটা প্রজেক্ট বাগাতে যতোটুকুই লাগুক তেল,
দিতে সবটা রাজি আছি। তাতেও যদি কাজ না হয়,
প্রয়োজনে ঘি ঢালবো- মণে মণে শয় শয়।
ইঞ্জিনিয়ার করবো নিয়োগ, ভুল করাবো নকশাতে
কেচে গণ্ডুস হবে কাজের, গুণবো টাকা দশ হাতে।
বুদ্ধিজীবী নিয়োগ করবো দিতে বেকার বুদ্ধি সব
আমার শুধু টাকাটা চাই, অমিল থাকুক হর ও লব।
ওপর দিয়ে চলবে গাড়ি নিচে বন্ধ খাম্বাতে
জ্যামে নাকাল নগরবাসী সে কথা নেই ভাবনাতে।
এসব ভাবার সময় তো নেই বাহবা চায় সরকার
লোকের চোখে ধূলো দিয়ে ক্ষমতাটাই দরকার।
পদ্মা সেতু শেষ না হতেই, করবো পদ্মা রেল সেতু
কেউ না বুঝুক, আমি জানি তার পেছনে কী হেতু।
আমজনতার টাকা যাবে, কার কী আসে যায় তাতে
প্রকল্প মঞ্জুরি পেলেই, গুণবো টাকা দশ হাতে।
প্রকল্প রিভিশান হবে বাড়বে ব্যয়ের অঙ্কটা
পারলে হিসেব করে নিও কোটির স্থানাঙ্কটা।
আমি শুধু প্রকল্প চাই আর লাভের স্বপ্ন দেখি
ইচ্ছে হলে হিসেব করো, লাভ নাকি শুভঙ্করের ফাঁকি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: এই ভাবেই তো চলছে দেশ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: এখানে আপনি যা কিছু লিখেছেন, তা কেবল হিমশৈল এর চূড়াটি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.