![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনোকালে ছিলোনা সাগর আর রুনি
কোনোকালে ছিলোইনা দুজনের খুনি
বিস্মৃত সব, ঘর-দোর-তালা
স্বজনের আর্তি, হৃদয়ের জ্বালা।
বয়ে যায় দিন রাত, কাটে বৎসর
বাকি থাকে আল্টিমেটাম,
আটচল্লিশ ঘণ্টার প্রহর।
তনু নামে ধরাতলে কেউতো ছিলোনা
যা কিছু ঘটে গেছে, সবই ছলনা।
তবে বল কী করে হবে সে হনন
মিছে কিছু ইসু নিয়ে ঘাটে জনগণ।
বস্তাবন্দি সাত খুন ভাসেনি নদীজলে
তকী নামে কেউ ছিলো এ কথা কে বলে!
ছিলোনা অভিজিৎ, রাজীব হায়দার
'বিশ্বজিৎ' নাম ধরে কে ডাকে আবার?
২| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫২
খায়রুল আহসান বলেছেন: ভুলে যাওয়া মুখোগুলোকে এতটা আবেগ আর অভিমান নিয়ে স্মরণ করার জন্য ধন্যবাদ।
কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম। + +
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।