![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ভ্যাট আরোপের বিষয়ে আবারো অনড় অবস্থানের কথা ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রতিদিন গড়ে ১ হাজার টাকা খরচ করেন । সেখানে ৭ দশমিক ৫ ভাগ হারে ১ হাজার টাকায় ৭৫ টাকা তেমন কিছু নয় । বাংলা একাডেমি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি এবং ব্র্যাকের যৌথ আয়োজনে শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন । ব্র্যাক এবং এটিএন বাংলার সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ফি নেয় তা খুবই হাই । বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেবে । বিশ্ববিদ্যালয় এই ভ্যাটের কারণে যেন নতুন করে টিউশন ফি বা অন্য কোনো নামে বাড়তি অর্থ নিতে না পারে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শও দেন মুহিত । অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন দেশের উন্নয়নের জন্য প্রয়োজন বাড়তি রাজস্ব আয় । যে কারণে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স আরোপ করতে হয়েছে । রাজস্ব বাড়াতে যেকোনো জায়গায় খোঁচা দিতে হয় । সে জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হয়েছে । অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন বিশ্ববিদ্যালয় যেখানে ফি নেয় সেখান থেকে রাজস্ব নেবে সরকার । বিশ্ববিদ্যালয় তাতে রাজিও হয়েছে । অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন আমার কথায় বিশ্ববিদ্যালয় ঠিকই রাজি হয়েছে । কিন্তু তোমরা শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর না দাও তবে আগামী বছর সেগুলো তোমাদের ওপর পাসআউট করে দিবে । ফি ডেভেলপমেন্ট ফান্ড আরও নানা কথা বলে শিক্ষার্থীদের থেকে আদায় করে নেবে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: উনার ডেট ইস্প্রে হইয়া গেছে উনারে বদলান ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
এটা ঠিক যে, প্রাইভেটরা ফি'এর বেলায় ডাকাতী করছে; কিছুই পড়াচ্ছে না; না পড়ানোতে, ছেলেমেয়েরাও খুশী।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১
ব্লগ সার্চম্যান বলেছেন: তবু কিন্তু তাদের হাত ধরেই আজকের ছেলেমেয়েরা এগীয়ে যাচ্ছে ভাই ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
মুহিতের সমস্যা আছে, ভ্যাট বাদই পড়বে; তবে, প্রাইভেট মাথা ও মগজহীন মুরগী উফার দিচ্ছে জাতিকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন ।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
জারাহ বলেছেন: ফি ডেভেলপমেন্ট ফান্ড আরও নানা কথা বলে শিক্ষার্থীদের থেকে আদায় করে নেবে । -----------------------------অর্থমন্ত্রী ভূল বলেননি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
ব্লগ সার্চম্যান বলেছেন: এটা সাধারন মানুষ না যেমনে খুশি বলে বুঝিয়ে দিবে । এটা ছাত্র সমাজের হিসাব ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
অগ্নি সারথি বলেছেন: পাগলা হয়ে অখন উল্টা পাল্টা কথা বইলা বেড়াইতাসে।