নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

চলেগেলেন সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১



বীর মুক্তিযোদ্ধা এবং সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বিদায় নিয়ে চলে গেলেন এপার থেকে ওপার । সোমবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি .. রাজিউন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর । তিনি নিউমোনিয়া ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন । সেখানে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা দেয়া হয় । অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । আজ রাত দশটায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে । মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারে সৈয়দ মহসিন আলীর দাফন হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ।

১৯৪৮ সালের ১২ ডিসেম্বর সৈয়দ মহসিন আলী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মোঃ সৈয়দ আশরাফ আলী । মাতার নাম আছকিরুন্নেছা খানম । তিনি কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন । ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতি জীবনের শুরু হয় । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন । মুক্তিযুদ্ধে তিনি সিলেট বিভাগে সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন । ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন । তিনি তিনবার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন । এছাড়াও মৌলভীবাজার চেম্বারের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি । সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও তিনি সদস্য ছিলেন । ২০০৮ সালে মৌলভীবাজার ৩ আসন থেকে সৈয়দ মহসিন আলী সংসদ সদস্য নির্বাচিত হন । এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় । মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন । সৈয়দ মহসিন আলী গান খুব পছন্দ করতেন । ধ্রুপদী, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক সব ধরনের গানই ছিল তার প্রিয় । মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ গানটি তার জীবনকে দারুণভাবে প্রভাবিত করেছিল ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

মাঘের নীল আকাশ বলেছেন: পৃথিবী একটু ভার/ভাঁড় মুক্ত হলো :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: একজন মৃত মানুষ যতই খারাপ হোক তার মৃত্যুর পরে তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য করা ঠিক না ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আমি মিন্টু বলেছেন: আল্লাহু তাকে বেহেস্ত নসীব করুন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আমীন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.