নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগার সমমিলিত অনেক সমস্যার মোকাবেলা করা সম্ভব ।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩২


ইচ্ছে থাকলে ব্লগার সমমিলিত চেষ্টায় অনেক কিছু করা সম্ভব । আসুন আমরা সকল ব্লগার রা ব্লগ লেখার পাশাপাশি নিজেদের এবং দেশের বিভিন্ন দূর্যোগ ক্ষতিগ্রষ্ঠ মানুষদের নিয়ে ভাবি ।
সামুর ব্লগে যদি দের লক্ষ ব্লগার থাকে তার থেকে এক লক্ষ বাদ দিয়ে আমরা পঞ্চাশ হাজার ব্লগার অ্যাক্টিভিশন ধরে নিই । আচ্ছা এবার ধরা যাক সবার আর্থিক অবস্থা এক নয় সূতারাং সবার পক্ষে সমপরিমান সাহার্য করাও সম্ভব না । কেউ হয়ত কম আবার কেউ হয়ত একটু বেশি এভাবে সমমিলিত চেষ্টায় এগিয়ে নিতে হবে প্রজেক্টকে ।

এখানে অনেকের মাথায় এতক্ষনে অবশ্যয় ভাবনা এসে গেছে নিশ্চয় যে আসলে প্রজেক্টটা কি নিয়ে ? হ্যা সে বিষয় ক্লিয়ার করেই বলা ভালো ।আসলে বিষয়টি হচ্ছে প্রায় সময় দেখা যায় কেউ হয়ত খুব মারাক্ত রোগে আক্রান্ত হয়েছেন সে হতে পারে সামুর কোন ব্লগার বা ব্লগের বাহিরেরও কেও হতে পারে । দেখা গেছে তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ।আর হাতে সময়ও কম । দেখা গেল এমন অবস্থায় হয়ত কেউ একজন ওই ব্যক্তির জন্য সাহায্য চেয়ে একটি পোস্ট দিলেন ।আর সে পোস্টটি দশ বারো দিনের জন্য স্টিকিও করা হল কিন্তু ওই ব্যক্তিরজন্য অতদিন সময় নাও থাকতে পারে বা ওই দশ বারো দিনে তার যে পরিমান টাকা প্রয়োজন তা সংগ্রহ নাও হতে পারে ।তাই আগে থেকে কোন ব্যবস্থা থাকলে মন্দ হয় না । প্রশ্ন সেটা কিভাবে ? আসুন আমরা সে বিষয় নিয়ে মূল আলোচনায় চলে যাই ।

ধরা যাক প্রথমত ব্লগ মাতা জানা আপুর কাছ থেকে প্রথম কিস্তি বিশ হাজার টাকা তার পর ব্লগের অর্থ দাতা আরিল ভাই এর কাছ থেকে ত্রিশ হাজার টাকা তার পর ব্লগার কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের কাছ থেকে বিশ হাজার টাকা নেওয়া হোক । তাছাড়াও ব্লগের আরো যারা কলাকৌশলী বিন্দু আছেন তাদের কাছ থেকে সর্ব নিম্ন দশ হাজার টাকা করে নেয়া হোক । এর পর যেমন হাসান মাহবুব ভাই এবং মাইনুল ভাই আমিনুর রহমান ভাই ছাড়াও আরো অনেক পুরাতন ব্লগার আছেন যারা আমার মনে হয় এ ধরনের কাজে এগিয়ে আসবেন এবং অনেককে এগিয়ে আসতে উৎসাহীও করবেন । এরপর আমাদের মত ছোট খাটো লেখক যারা আছেন তাদের কাছ থেকে সর্ব নিম্ন দুইশত টাকা নেয়া হোক ।প্রশ্ন এই টাকা গুলো নিয়ে কি হবে ? উত্তর এই টাকা গুলো নিয়ে ব্লগে একটি তহবিল খুলবেন এবং সেই তহবিলে এই সমস্ত টাকাগুলো জমা রাখা হবে ।দেখা যাবে আগামী তিন মাসের মধ্যে এভাবে টাকাগুলো কালেকশন করতে পারলে টাকার অংক কম পক্ষে দশ লক্ষ পার হয়ে যাবে ।এটা সর্বনিম্ন একটা আনুমানিক হিসাব ধরা হলো । আর এভাবে একত্রিত এতগুলো টাকা ব্লগ তহবিলে যখন থাকবে তখন যে কোন সময় দ্রুত কোন অসুস্থ মানুষ ছাড়াও দেশের দূর্যোগে আক্রান্ত মানুষের পাশেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সম্ভব ।কথা গুলো মাথায় আসলো তাই লেখলাম ভেবে দেখার বিষয় কৃতপক্ষের । ধন্যবাদ সবাইকে ।
আমি নতুন মানুষ হিসেবে ভুল থাকতে পারে তাই কারো চোখে ভুল ধরা পড়লে জানাবেন অবশ্যই সংসোধন করে নেব ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৪৪

কল্লোল পথিক বলেছেন:





সুন্দর চিন্তার প্রতিফলন।
সাধুবাদ জানাই।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই ।

২| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:১৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো উদ্যোগ। শুভকামনা রইল।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:২৭

সুব্রত দত্ত বলেছেন: কর্তৃপক্ষ আসা করি ভাববেন। উদ্যোগ গৃহীত হোক সেই কামনা করছি। আর এ অবশ্যই পাশে আছি, সাথে আছি।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

ব্লগ সার্চম্যান বলেছেন: পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সুব্রত ভাই । দেখা যাক কি হয় ।

৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:৩০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খুবই ভালো উদ্যোগ মনে হয়েছে। আশাকরি কর্তৃপক্ষ এবং সিনিয়র ব্লগাররা বিষয়টি ভেবে দেখবেন।
ধন্যবাদ ভাই, আপনার মানবিক মূল্যবোধকে!!

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম ভাই ।

৫| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: ভাবনাটা খুবই সুন্দর।। কিন্তু না বলেও পারছি না, পুরো দুর্নীতিগ্রস্থ সমাজ দেখতে দেখতে আর বিশ্বাসের ভিত্তি পাই না।। ( দুঃখিত এভাবে বলার জন্য )।।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: সচেতনহ্যাপী ভাই দেহে একবার ক্যান্সার আক্রান্ত হলে তা আর সহজে দূরে সরানো যায় না । দুর্নীতি আমাদের সমাজের জন্য তেমন
একটা ক্যান্সার তাই একে সহজে সরানো যাবে না । তবে সামুর কৃতপক্ষ নিশ্চয় দুর্নীতি বাজ নয় ।

৬| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:২৫

সুমন কর বলেছেন: ভালো প্রস্তাব কিন্তু বাস্তব প্রতিফলন করাটা কষ্টকর। তবে স্বচ্ছতা এবং ইচ্ছা থাকলে এগিয়ে যাওয়া যাবে।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই ।

৭| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার সব ভাবনা । ভালো লাগল ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.