![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটি বড় আনমনা,
কেন আঁকি নতুন স্বপ্ন
কেনই বা এলোমেলো ভাবনা
কেনই বা রোজ দেখা হয় তোমায় নিয়ে নতুন কল্পনা ।
ওহ! এই জগৎ তাই কেমন যেন দিন দিন হয়ে যাচ্ছে বড্ড অচেনা ।
দিন আছে রাত্রীও আছে
তবে আগের মত রাত্রী জাগা পাখীদের গাণ শোনা হয়না ।
কেননা ?
বয়সের সাথে শরীরের সাথে আগের মত
এখনকার আবহাওয়া খাপ খায়না ।
বয়স বেড়েছে শরীরের শক্তি কমেছে
জীবন যেন কোন এক অচেনা দেশের পণে
ছুঁটে বেড়াচ্ছে ।
এইত হয় ক্ষনিকের জীবন
একটি সময় হার্ডব্রেক করে গতি ছাড়া ছুঁটে চলা
দিগন্ত হারা পথিকের মন ।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই ।
২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:০৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:০৮
রায়হানুল এফ রাজ বলেছেন: এটাই তো জীবন।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: জীবনটা এমন কেন হইল ।
৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:৫৯
নতুন বিচারক বলেছেন: সুন্দর কবিতা । কবিতায় পেলাচ ।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ বিচারক ভাই ।
৫| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ রাত ১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লেগেছে।
একটা লাইক ছিল
রেখে গেলাম।