নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সবাই তো ভালবাসা চায় কেউ পায় কেউবা হারায় তাতে প্রেমিকের কী আসে যায়

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:১১


রমেলা রাস্তায় বা বাসায় যেখানেই থাকুক না কেন একা থাকলেই
মনে ভিতর থেকে বেড়িয়ে আসে সেই পুরনো দিনের
গানগুলো ।আর কি করার শুরু হয়ে যায় গুনগুন শব্দে গাওয়া ।

তেমনি সেদিন এন্ড্রোকিশোরের একটি গান গাইতে ছিল । সবাইতো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা হারায় তাতে প্রেমিকের কি আসে যায় ।
গানের পূর্ণ কথাগুলোঃ
সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
ঐ ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।
ঐ নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।


আমার এ লেখাতাও সেই সূত্র ধরেই সত্যইতো প্রেমতো অনেকের জীবনেই আছে । প্রতেকেটি মানুষের জীবনে থাকে নানা ধরনের রঙ্গীন স্বপ্ন তাই বলে কি সকলের স্বপ্ন বা প্রেম পূর্ণ হয় ? না হয় না ।
যেমন রমেলার হয়নি । রমেলার যখন ১৫ বছর বয়স
তখন তার একটি ছেলের সাথে সম্পর্ক ছিল । ছেলেটিকে রমেলা মনে প্রানে ভিষন ভালোবাসতো
ছেলেটিও রমেলাকে মনে প্রাণে ভিষন ভালোবাসতো ।
কিন্তু তাদের এই দুজনের ভালোবাসাবাসির মাঝে একটা সমস্যা হলো যে ছেলেটিকে রমেলা ভালোবাসতো ছেলেটি রমেলাদের তুলনায় অনেক গরিব ছিল । আর গরিব হওয়ায় ছেলেটির কপালে রমেলার প্রেমের পরশ সইল না ।

রমেলার বাবা গ্রামের একজন মাতব্বর । সে গ্রামের
দুই চার দশ জনের বিচার শালিশী করেন । আর তারই মেয়ে রমেলা গ্রামের একজন দিনমুজুর খেটে খাওয়ার সাধারন কৃষকের ছেলেকে ভালোবাসবে এটা
কি করে হয় । হয়ত দেখা যাবে একটি সময় মাতব্বরের মেয়ের সাথে কৃষকের ছেলের প্রেম নামে আবার নতুন কোন কিচ্ছা বা সিনেমা তৈরি হবে । না কিছুতেই এটা মেনে নেয়া যায় না ।

তার পর সেই যে আমাদের দেশের নাটক বা বাংলা সিনেমার মত রমেলার ও ওই ছেলেটির আর রমেলার
স্বামীর তিন তিনটি জীবন প্রেম ভালোবাসার মুখে পড়ে ধংস হয়ে গেল । তিনজন তিন পৃথিবীর মানুষ হয়ে গেলেন । রমেলার স্বামী রমেলাকে বিয়ে করে সংসার নামের নাটকে তার জীবন তচ্ছনচ্ছ,আর রমেলাকে রমেলার বাবা অহংকারী লোক তাই নিজের মেয়ে রমেলার ভালোবাসাকে হত্যা করে শহরে ধনীর ছেলের কাছে বিয়ে দিয়েছেন মেয়ে সুখে শান্তিতে থাকবে বলে । আসলে কি রমেলা সুখে শান্তিতে আছে ? না রমেলা সুখে নাই । কারন রমেলার মনে বাসা বেঁধে রেখেছে গ্রামের দিনমুজুরি করে খাওয়া সেই কৃষক ছেলেটির প্রেম ।

অন্যদিকে কৃষক ছেলেটি রমেলাকে ও রমেলার ভালোবাসাকে হারিয়ে সে গ্রাম ছেড়ে চলে আসে শহরে জীবনটাকে রমেলার ভালোবার মাঝে উৎসর্গ করতে ।তাই ছেলেটি শহরে এসে মদ গাজার নেশার ভিতরে নিজেকে ডুবিয়ে রেখে রমেলার প্রেমকে ভুলে
যেতে চান কিন্তু প্রেম কি এত সহজ কোন গল্প কাহিনী যে পরীক্ষার আগে পাঠ্য বই পড়ে পরীক্ষার জন্য মনে রাখা আবার পরীক্ষার পরে ভুলে যাওয়া ।
না প্রেম এত সহজ কোন পাঠ্য বইয়ের গল্প নয় প্রেম হল হৃদয়ের স্পন্দন যাকে হৃদয়ের স্থান দেয়া যা কিন্তু শত চেষ্টায় দূরে সরিয়ে দেয়া যায় না ।

ছবি ইন্টারনেট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩

হিমেল বিকন বলেছেন: দুনিয়াটা বড়ই অদ্ভুত।এর ব্যাকরণ শুধু মহান আল্লাহ তায়ালাই জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.