নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সাথে ঈদের বিশেষ কবিতা !!

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬


আকাশে উঠলো শাওয়ালেরি চাঁদ
চলুন ভেঙে সকল ঝগড়া বিবাদ
ভুলে সকল ধর্ম জাত
মিলাই একে অপরের কাঁদেকাঁদ ।
এলো খুশির ঈদ
বাঁজবে চারদিকে খুশীর গীত
গগনে বন্দী পাখীরা আজ ডানা মেলে মুক্ত মতে উড়বে
ঘরে ঘরে ভরে উঠবে আনন্দের কলরবে ।
শিশু কিশোর
বৃদ্ধ জোয়ান
ধনী আর গরীব
করবে কুলাকুলি
সবই যে আজ হলো এক সমান
গাইবে মুখে মুখে শুধু আনন্দের গান ।
ঘরে বইবে আনন্দের মেলা
থাকে যেন এই আনন্দ
সকলেরি মনে
সারাটি জীবন সারাটি বেলা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬

আলম দীপ্র বলেছেন: ঈদের শুভেচ্ছা ! :D

০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাই ।

২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন 'ঈদের বিশেষ কবিতা'। কবিতায় ব্যক্ত আনন্দের কথাগুলো খুব ভালো লাগলো, তবে দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গোটা জাতি উদ্বেগ, উৎকন্ঠা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সামনে সন্ত্রাসী কর্মকান্ড আরো বৃদ্ধি পাবে বলে হুমকি পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, দেশবাসীর ঈদের আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে। তার পরেও আপনি ঈদের আনন্দ নিয়ে কবিতা লিখে আমাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি খায়রুল আহসান ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.