নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

হারাধনের ১০টি ছেলে নিয়ে কিছু প্রশ্ন ?

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩



হারাধনের ১০টি ছেলে নিয়ে আমার মাথায় আসা কিছু প্রশ্ন । কেউ কি আছেন উত্তর দিবেন । আসুন আগে একবার ছড়াটি মনযোগ সহকারে পড়ে নিই ।
তার পর প্রশ্ন উত্তরের পর্ব ।


ছড়াঃ হারাধনের ১০টি ছেলে


হারাধনের ১০টি ছেলে
ঘোরে পাড়াময়,
একটি কোথা হারিয়ে গেল
রইল বাকি ৯।

হারাধনের ৯টি ছেলে
কাটতে গেল কাঠ,
একটি কেটে দু’খান হল
রইল বাকি ৮।

হারাধনের ৮টি ছেলে
বসলো খেতে ভাত,
একটি পেট ফেটে গেল
রইল বাকি ৭।

হারাধনের ৭টি ছেলে
গেল জলাশয়,
একটা সেথা ডুবে মল
রইল বাকি ৬।
হারাধনের ৬টি ছেলে
চ’ড়তে গেল গাছ,
একটি ম’ল পিছলে প’ড়ে
রইল বাকি ৫।

হারাধনের ৫টি ছেলে
গেল বনের ধার,
একটি গেল বাঘের পেটে
রইল বাকি ৪।

হারাধনের ৪টি ছেলে
নাচে ধিন, ধিন,
একটি ম’ল আছাড় খেয়ে
রইল বাকি ৩।

হারাধনের ৩টি ছেলে
ধরতে গেল রুই,
একটি খেল বোয়াল মাছে
রইল বাকি ২।
হারাধনের ২টি ছেলে
মারতে গেল ভেক,
একটি ম’ল সাপের বিষে
রইল বাকি ১।

হারাধনের ১টি ছেলে
কাঁদে ভেউ ভেউ,
মনের দুঃখে বনে গেল
রইল না আর কেউ।

প্রশ্ন হল ছড়া শেষ প্যারাটি নিয়ে ।
এখানে বলা হয়েছে হারাধনের ১০টি ছেলে আর সেই
১০টি ছেলের ভিতরে ৯টি ছেলে একেক ভাবে মারা গেছে । বাকি ছিল একটি সেই একটিও জীবিত অবস্থায় মনের দুঃখে বনে পাড়ি দিলেন । ব্যাচারা হারাধন বড়ই অভাগা কারন ১০টি ছেলের ভিতরে তার একটি ছেলেও ঘরে রাখতে পারলো না।
এটা হল ছড়া এখন আসা যাক একটু বাস্তব জীবনে ।
আচ্ছা ধরা যাক আমার তিনটি ছেলে আছে আর তাদের একটির বয়স পাঁচ বছর আর একটির বয়স তিন বছর আর একটির বয়স দের বছর । এবার দেখা গেল যখন আমার ছোট ছেলেটি জম্ম নিল তখন আমি আর আমার শ্ত্রী দু’জনে বুদ্ধি পরামর্শ করে সুখী পরিবার গড়তে যেয়ে আমি কোন ব্যবস্থা নিলাম যাতে আর জীবনেও আমাদের কোন সন্তান না হয় ।
এর বছর খানেক পর হতে ঘটনা ক্রমে হারাধনের মত একে একে আমার তিন ছেলেই মরে গেল । এর পর আমরা হলাম সন্তান হারা । আর এমন ব্যবস্থা নিয়েছি যে কারনে আর বাবা হওয়াও সম্ভব না প্রশ্ন তখন আমাগো কি হইব কে আমাগো বাবা মা কইয়া ডাক দিব ?
না ঘটনা হইল আমি এমন ব্যবস্থা গ্রহন না করলেও অনেকে করেন হারাধনের ছড়া পড়তে যেয়ে হায় সে দূরভাগাদের কথা মনে পড়ে গেল ।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৩

পবন সরকার বলেছেন: আহা কষ্টের কথা

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: বড়ই দুঃখের কথা ।

২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

কস্তূরী বলেছেন: লেখককে অসংখ্য ধন্যবাদ,
একটি বাস্তব চিত্র তলে ধরার জন্য।খ

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

৩| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫০

ঝালমুড়ি আলা বলেছেন: আসলো চিন্তার কথা ।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ঝালমুড়িওআলা ভাই।
অনেকদিন আপনার কোন লেখা পাই না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.