![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একের বুজা দশের হাত
জাত ধর্ম সব নিপাত যাক
একে অপরের সাথে মিলাউ কাঁদ
হিংসা অহংকার দিতে হবে বাদ ।
তবেই মানুষে মানুষ খুঁজে পাবে
জাতি পাবে একটি ঐক্যবদ্ধ জাত ।
গরীব গরীব নয়
ধনী ধনী নয়
কেমন হবে ?
ভালো যদি বলো তবে
যদি সকল মানুষ ধন সম্পদ
আর ইজ্জতে এক সমান হয় ।।
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই । শুভকামনা জানবেন ।
২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৯
সিগনেচার নসিব বলেছেন: ভালই হবে ভাই
৩| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১১
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪০
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।