নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

এক ঘন্টায় পুরো মাসের ভরা পকেট হয়ে যায় ফাকা ।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৯


আহা! কি ভাগ্য বন্দী
কালো মণ সাদা মনে পেতেছে সন্ধি ।
একেই বলে যার সাথে যার ভাব
তার কালো মুখটি দেখলেও লোকে বলে বহু গুনে
ক্ষতির তুলনায় বেশি লাভ,
আহা! থাকে আর কিছের অভাব ?
কি হলো অমর ভাই,
মুখে আর অন্য কোন কথা নাই ?
বলছেন কি এসব ?
ধরেছেন কি কথা শেখার নতুন কোন জব ।
রাখেন আলম ভাই জব আর শপ
শ্ত্রীকে সাথে নিয়ে শপীং মলে গিয়েছিলুম
দোকানীর সাথে কথা বলতেই গলায় বাধতেছিল কপ
কেন ভাই হয়েছে কি যক্ষা ?
নারে ভাই শ্ত্রী ধরেছিল যে শাড়ী তার দাম শুনে মেজাজ হলো চড়া !
শুনিয়ে দুই গাল কথা ওখান থেকে সরে এসে মেজাজকে করলুম রক্ষা ।
ওহ! তাই নাকি ?
কি বা আছে বাকি ?
যেখানেই যাবেন সেখানেই শুধু টাকা আর টাকা
এক ঘন্টায় পুরো মাসের ভরা পকেট হয়ে যায় ফাকা ।
আহারে এভাবে যদি যানজট ছাড়া হত ফাকা
আমাদের স্বপ্নের ঢাকা ।
বুঝতাম তবেই ফিরে পেয়েছি ভাগ্য গুনে এমন শহর
মোদের কপাল পোরা মোরা বড় অভাগা !
হবে না ভাই যে রাস্তায় যাবেন
শুধু রাস্তা আইপি আর ভিআইপি পাবেন ।
ভিআইপি রাস্তার গাড়ি থামে যদি পাঁচ মিনিট
অন্যদিকে সাধারন লোকের গাড়ির চাকা বন্ধ বিশ মিনিট ।
ততখনে পুরো ঢাকা শহর সব রাস্তায় যানজটে হয়ে যায় হিট ।
জরুরী এম্বুলেন্স রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে
রোগী চলে যায় জমের বাড়িতে ।
কবে হবে আইপি ভিআইপির সমাধান ?
হবে সব সমান !!
থাকবে না ধনী গরিবের কোন ব্যবধান !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: জরুরী এম্বুলেন্স রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে
রোগী চলে যায় জমের বাড়িতে ।
কবে হবে আইপি ভিআইপির সমাধান ?

কবে হবে কে জানে????

২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ শাহারিয়ার কবীর ভাই ।

২| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১:০২

অরুনি মায়া অনু বলেছেন: আহা আমাদের স্বপ্নের ঢাকা
যানজট ছাড়া হয়ে কবে হবে ফাঁকা......
ভাল লিখেছেন | কিন্তু যানজট মুক্ত ঢাকা কখনো ফিরে আসবেনা ভাবলেই কষ্ট লাগছে |

২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু ।

৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কবিত্টি ।
ধন্যবাদ শুভেচ্ছা রইল

২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: নিয়মিত মন্তব্য করে লেখায় অনুপারিত করায় কৃতজ্ঞতা জানবেন আলী ভাই ।

৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর লেখার কারুকাজ ।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.