![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন আমার হয় ব্যাকুল যখন তখন
জানি না এর কি কারণ ?
এটা যদি হয় ভাগ্যের লিখন,
কে পারিবে করিতে খন্ডন ?
বিধির বিধাণ স্বর্গের প্রেম স্বর্গেই,
এ পৃথিবীতে নয় !
ধরিতে মানা ছোঁয়াছে মানা
তাতে যদি আমার প্রেম পবিত্র হয় ।
নেই প্রিয়সী ক্ষতি
স্বর্গে পাই তোমায় যদি
ধরে নিতে হবে এটা বিধির লিখন
নিশ্চয় বিধি কখন চাননি কোন পবিত্র প্রেমের ক্ষতি ।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । ঠিক বলেছেন দেখছি কিছু বানান ভুল আছে ঠিক করে দিচ্ছি ।
২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
অল্প কথায় বুঝিয়েছো অতি,
আমিও চাই তোমার প্রেমে
কভু না পড়ুক যতি!
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৬
ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতার ছলে সুন্দর মন্তব্য শামীম ভাই । অসংখ্য ধন্যবাদ শামীম ভাই ।
৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪
অরুনি মায়া অনু বলেছেন: মনের কথা কেউ জানেনা ,সেও জানেনা যে ধারণ করে
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ অনু আপু সুন্দর মন্তব্যের জন্য ।
৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
মানুষের মাঝেই স্বর্গ, মানুষের মাঝেই প্রেম
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই । তবে ভাই এখন লুলুপদের প্রেম মনে নহে তাদের প্রেম তাদের চোখের ক্ষিধাতে ।
৫| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন: মনে হয়, নিয়তির গোমরা মুখ ।।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:১০
ব্লগ সার্চম্যান বলেছেন: হয়ত বা এরকমই হবে ..............
৬| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য লেখনী ।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:১০
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: গভীর অনুভূতি থেকে লেখা কবিতা।
বিধির বিধাণ স্বর্গের প্রেম স্বর্গেই,
এ পৃথিবীতে নয় ! - কেন এমন মনে হলো? বিধাণ শব্দটা বোধহয় বিধান হবে।
ছোঁয়াছে মানা - কি ছোঁয়াতে মানা হবে?
কবিতা ভালো লেগেছে। কবিতায় প্লাস।