![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসা আমার ছোট
আশা অনেক বড়
মনকে বললে
মন বলে তাকে ধর
বলি কাকে ?
মন বলে আশাকে ।
আশাকে বললে
আশা বলে ধর তাকে
বলি কাকে ?
আশা বলে চেষ্টা আর শ্রম কে ।
গাছের পরিচর্যায় গাছের ফলন
দেহের চেষ্টা আর শ্রম আশার ফলন ।
২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর মন্ততব্যের জন্য অনেক ধন্যবাদ অনু আপু । আপনার এই নামকেই কিন্তু ইচ্ছে করলে তিন ভাগ করা যায় । যেমনঃ অরুনি তেমনঃ মায়া আবার শুধুঃ অনু । অর্থাত একের ভিতর তিন ।
দুঃখীত আপু এতগুলো কথা বলার জন্য ।
২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৮
অরুনি মায়া অনু বলেছেন: অসুবিধা নেই, যে নামে ভাল লাগে ডাকবেন | আমরা সবাই এখন একই পরিবারের অংশ
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ অরুনি সিস্টার ।
৩| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৩:১০
ডঃ এম এ আলী বলেছেন: আশার ফলন সম্পর্কে আপনার বাস্তবায়ন হোক এ কামনাই করি ।
ভাল লাগল ছোট্ট এ সুন্দর কবিতাখানি ।
২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আলী ভাই ।
৪| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা ।
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৫০
অরুনি মায়া অনু বলেছেন: চেষ্টা চালিয়ে যান আশা পূরণ নিশ্চয় হবে একদিন