নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৪


তুমি আমার প্রিয়তমা
একখনো তোমায় মনে পড়ে
হঠাৎ করেই হৃদয়ের দুঃখের খোঁচা পড়ে
তুমি ছিলে স্পন্দনে
ছিলে তুমি নিঃশ্বাসে
গাইতে গান তুমি
দেখত রাত জাগা সে ভোরের আকাশে ।
তুমি নেই
আছে আকাশ আছে রাত আছে ভোর
তবে এখন আর বলে না
খুলে না কেউ হৃদয়ের দোড় ।।

তুমি হৃদয় হীনা
তুমি পাষানী
তুমি অনেক খারপ প্রেম
এ কথা যুগের সৃষ্টি
যেমন বিধাতার সৃষ্টি
আকাশের ওই মেঘ রাশি রাশি বৃষ্টি ।

যখন একা থাকি নিশীথ গভীর রাতে,
পড়ে মনে তোমাকে
রাত জেগে লেখী কথা বলবো তোমায়
যদি হয় দেখা প্রভাতে,

ছবি ইন্টারনেট।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪১

হাকিম৩ বলেছেন: সুন্দর হয়েছে কবি ।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।

২| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৫

মুমু পাখি বলেছেন: চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
আচ্ছা ক্ষমা করবেন "তুমি অনেক খারপ প্রেম" এখানে খারপ কি সঠিক নাকি খারাপ হবে ?

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । ওটা খারাপ হবে মনে হচ্ছে টাইপিং মিছ হইছে । ঠিক করে দিচ্ছি।

৩| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মোটামুটিরকম লেগেছে।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।পরে চেষ্টা করব আরও ভালো করার জন্য ।

৪| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

সিগনেচার নসিব বলেছেন: বেশ লাগল !!

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৫| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কবিতা ।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ।

৬| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৯

অরুনি মায়া অনু বলেছেন: প্রিয়তমাকে এত বকা দিতে নেই, শুধুই ভালবাসতে হয় :)

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ।সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ আপু । আপু আমি আবার ভালবাসতে শিখি নাই তাই প্রিয়তমার সাথে খালী ঝগড়া করি ।
দেখী এখনও ছোট একটু বড় হলে ভালবাসার পাঠশালায় ভর্তি হয়ে কিছু শিখে নিমুনি । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.