নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক আকবরেরই পুত্র শাহজাদা সেলিমের ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন?

০৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৫৪

আবুল-ফজল আকবরকে আকবরনামা উপহার দিচ্ছেন, মুঘল মিনিয়েচার
শেখ আবুল ফজল ইবন মুবারক ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী। তিনি আবুল-ফজল, আবুল ফদল ও আবুল ফদল 'আল্লামি নামেও পরিচিত। তিনি তিন খণ্ডে রচিত আকবরের রাজত্বকালের সরকারি ইতিহাস গ্রন্থ আকবরনামা ও উক্ত গ্রন্থের তৃতীয় খণ্ড আইন-ই-আকবরি-এর রচয়িতা এবং বাইবেলের একটি ফার্সি অনুবাদের অনুবাদক। পারিবারিক সূত্রে তিনি ছিলেন আকবরের সভাকবি ফৈজির কনিষ্ঠ ভ্রাতা।১৫৭৫ সালে আবুল ফজল আকবরের রাজসভায় আসেন। ১৫৮০ ও ১৫৯০-এর দশকে আকবরের মতাদর্শে যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছিল তার পশ্চাতে আবুল ফজলের একটি প্রভাব কার্যকরী ছিল। আবুল ফজল দাক্ষিণাত্যে মুঘল সেনাবাহিনীরও নেতৃত্ব দান করেছিলেন।জানা যায় আবুল ফজল যুবরাজ সেলিমের সিংহাসনে আরোহণের বিরোধিতা করেছিলেন। এই কারণে সেলিমের ষড়যন্ত্রে নারওয়ারের নিকট সরাই বীর ও অন্ত্রীর মধ্যবর্তী কোনো এক স্থানে বীর সিংহ বুন্দেলার হস্তে তিনি নিহত হন। তাঁর ছিন্ন মস্তক এলাহাবাদে সেলিমের নিকট পাঠানো হয়েছিল। আবুল ফজলকে অন্ত্রীতে সমাধিস্থ করা হয়। উল্লেখ্য আছে আবুল ফজলের ঘাতক বীর সিংহ বুন্দেলা পরে ওরছার শাসক হয়েছিলেন এবং ১৬০২ সালে যুবরাজ সেলিম জাহাঙ্গির নাম ধারণ করে মুঘল সিংহাসনে আরোহণ করেছিলেন। পরে ১৬০৮ সালে জাহাঙ্গির আবুল ফজলের পুত্র শেখ আবদুর রহমান আফজল খানকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন।
আকবরের রাজসভা, আকবরনামা গ্রন্থের পুথিচিত্র
আকবরনামা ছিল তিন খণ্ডে রচিত আকবরের শাসনকাল ও তার পূর্বপুরুষদের ইতিহাস। এই গ্রন্থে তৈমুর থেকে হুমায়ুন পর্যন্ত আকবরের পূর্বপুরুষদের জীবনকথা এবং আকবরের রাজত্বকালের ৪৬ বছরের বিবরণী লিখিত আছে। আইন-ই-আকবরি নামে আকবরের সাম্রাজ্যের একটি প্রশাসনিক প্রতিবেদনও এই গ্রন্থে সংযোজিত হয়েছে। আইন-ই-আকবরি গ্রন্থ থেকে লেখকের জীবন এবং পুর্বপুরুষদের একটি বর্ণনাও পাওয়া যায়। আইন-ই-আকবরি গ্রন্থে আকবরের রাজত্বকালের ৪২ বছরের সম্পূর্ণ ও ৪৩তম বছরের বেরার জয় পর্যন্ত ইতিহাস লিখিত রয়েছে।রাকাত বা রাকাত-ই-আবুল ফজল হল মুরাদ, দানিয়াল, আকবর, মারিয়াম মাকানি, সেলিম (জাহাঙ্গির), আকবরের রানি ও কন্যাগণ, তাঁর পিতা, মাতা, ভ্রাতৃগণ, ও একাধিক সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিবর্গকে লিখিত আবুল ফজলের পত্রাবলি। এই গ্রন্থটি সম্পাদনা করেন তাঁর ভাগিনেয় নুর আল-দিন মুহাম্মদ।ইনশা-ই-আবুল ফজল বা মক্তবাৎ-ই-আল্লামি হল আবুল ফজল কর্তৃক লিখিত সরকারি প্রতিবেদনের সংগ্রহ। এই গ্রন্থ দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তুরানের আবদুল্লাহ্ খান উজবেগ, পারস্যের শাহ আব্বাস, খান্দেসের রাজা আলি খান, আহমদনগরের বুরহান-উল-মুলক, ও আবদুর রহিম খান খানান প্রমুখ নিজ অভিজাতবর্গকে লিখিত আকবরের পত্রাবলির সংকলন। দ্বিতীয় খণ্ডে রয়েছে আকবর, দানিয়েল, মির্জা শাহ রুখ ও খান খানানকে লিখিত আবুল ফজলের পত্রাবলি।এই গ্রন্থের সংকলক আব্দুস সামাদ।

মন্তব্য ২৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ রচনা । কয়েকবার পড়েছি ।
তৃপ্তি মিটেনি ।তাই প্রিয়তে নিয়ে গেলাম ।
আইন ই আকবরীর আরো কিছু
বিষয় নিয়ে ধারাবাহিক
একটা লিখা দিলে
অনেক অজানা
বিষয় জানা
যেত ।

শুভেচ্ছা রইল ।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা এম এ আলী ভাই। লেখব লেখব এর পরে একটি ধারাবাহিক পর্ব ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই লেখকের লিখায় লাইক দিতে দিতে আমি ক্লান্ত...............কিন্তু উপায় নাই

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই । লেখায় অনুপেরিত করার জন্য ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: আবুল ফজল এর মৃত্যুতে সম্রাট আকবর ভেঙে পড়েছিলেন ।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু ভাই ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

হাকিম৩ বলেছেন: দারুন ঐতিহাসিক বিষয় তুলে ধরেছেন । পোস্ট লাইক হলো ।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ HAKIM3 ভাই ।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড় পোস্ট ভেবে আয়োজন করে বসেছিলাম । এটাও ভাল লেগেছে ।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ লিটন ভাই ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮

লেখা পাগলা বলেছেন: এবারের আয়োজনও ভালো হয়েছে ।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ লেখা পাগলা ভাই ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০

অদৃশ্য বলেছেন:



শুনেছি সম্রাট আকবরের মস্তিষ্ক বিকৃতির কারন হিসেবে আবুল ফজলকেও দায়ী করা হয়... সম্ভবত আবুল ফজল সম্রাট আকবের মন ও মস্তিষ্কের উপর দারুন প্রভাব বিস্তার করে রেখেছিলেন... সম্রাট আকবের নতুন ধর্ম তৈরির পেছনে ও তার উপর ওহীর মতো কিছু নাজিল হবার বিশ্বাস তৈরীর পেছনে আবুল ফজলের হাত যথেষ্ট আছে বলেই ধারনা করা হয়...

আবুল ফজল অনেক গুনে গুনি একজন মানুষ ছিলেন এবং সম্রাটের আস্থাভাজন থাকবার জন্য অনেক ভুল-শুদ্ধ পরামর্শও তাকে দিয়েছিলেন আমন শুনা যায়...

আরেকটি সিরিজ আছে মোগলদের নিয়ে, যদি না পড়ে থাকেন তবে পড়লে আশাকরি ভালোলাগবে যদি আপনার সেই সময়ের মোগলদের প্রতি টান থেকে থাকে... সেটা হলো, ''এম্পায়ার অব মোগল''... পাঁচটা খন্ড আছে... বাবর, হুমায়ুন, আকবর থেকে এদের শেষ পর্যন্ত আছে উপন্যাসটিতে... উপন্যাসটা নিয়ে তেমন কিছু আলাপ আপাতত করছিনা, তবে আমার বিশ্বাস যে সেটা পাঠ করলে আপনি অনেক নতুন তথ্য পাবেন যার অনেকটা সত্য, কিছুটা মিথ্যা, আবার কিছুটা সত্য ও মিথ্যার সংমিশ্রণে... আপনার ভাববার অনেক জায়গা থাকবে বা আছে সেখানে...

আপনার লিখার বিষয়টিই আমাকে এতোকিছু লিখতে সাহায্য করলো...
শুভকামনা...

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিষয়সংক্ষেপ লিখলেন নাকি?
+

১১ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: হু ভাই আপনি কিন্তু ধরে ফেলেছেন । ধন্যবাদ ভাই ।

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:




মেরেই ফেলেছে, জঘন্য; থাকলে বিএনপি বা আওয়ামী লীগে যোগদান করতেন নিশ্চয়ই!

১১ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: চাঁদগাজী ভাই আবার কি হল শুর করলেন নাকি পাগলামী । ধন্যবাদ চাঁদগাজী ভাই ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার তথ্য সমৃদ্ধ ইতিহাস নিয়ে পোস্ট ভালো লাগল ।

১১ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

সোহানী বলেছেন: ভালোলাগা সহ +++++++++++

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৮

সৌরভ_শাহনূর বলেছেন: আকবর নিজেও বৈরাম বেগকে গুপ্তঘাতক দ্বারা হত্যা করিয়েছিলেন । সন্তানরাও তারই মত হয়েছিলো ...

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কথা বলেছেন ভাই অনেক অনেক ধন্যবাদ ।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য । এ বিষয়ের উপর সিরিজ লিখা দেখার অপেক্ষায় থাকলাম ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সব সময় পাশে থাকার জন্য ধন্যববাদ ডঃ এম এ আলী ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.