নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

জাতির আবেগ আজ ধর্ষিত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আজ শাহবাগের নতুন কর্মসূচী ঘোষনা করা হলো (কাল্পনিক)।

১।বিকাল ৪:৩০ মি এ সব আন্দোলনরত ব্লগারদের মঝে চুড়ি বিতরন।

২। বিকাল ৫ টা থেকে সম্মলিত ভাবে (কোন স্লোগান ছাড়া) চুড়ির গর্জন তুলে সব যুদ্ধাপরাধিদের দেশ ত্যগের আহ্ববান জানান হবে।





আজ জাতি এই লজ্জা কোথায় লুকাবে।৭১ এ আমরা ধর্ষিত হয়েছিলাম পাক হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আলবদর কর্তৃক। আর এই ২০১৩ তে সমগ্র জাতি ধর্ষিত হলো তাথাকথিত ব্লগারদের মাধ্যমে।

জাতীয় আবেগ ও দাবিকে পুঁজি করে শাহবাগ এ যে আন্দোলনের ডাক দিয়েছিল তা আজ আবার এক কলনকিত অধ্যায়ের জন্ম দিল।তারা যে ভাবে আমাদের আবেগ কে ব্যাবহার করল তাতে আজ নিজেকে ধর্ষিত মনে হচ্ছে, পুরো জাতিকে এইভাবে ধর্ষন করার এই আধিকার তাদের কে দিল।তাদের এই কাপুরুষ র মত আন্দোলন গুটি্য়ে নিবার জন্যই আজ জামাত আর সাহসি আক্রমনের সাহস পেল। এই পরিস্হিতি কি কোন সমঝতার ইংগিত বহন করে?

আজ আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন তাদের বলতে চাই নায়ক হতে এসে আজ জাতির কাছে খলনায়ক ই হয়েছেন আপনারা, আপনারা আজ ২০১৩ নব্য রাজাকার।আমি জানতে চাই কত মূল্যের বিলিময়ে আপনারা জাতিকে ধর্ষন করার কনট্যাক্ট নিয়েছিলেন।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

বাংলার মানুষ ২০১০ বলেছেন: শাহাবাগ এখন পুলিশ প্রহরায় ছাত্রলীগের দখলে!?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

ফারহান ফারদিন বলেছেন: আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়ার আগেই শাহবাগ ত্যাগের সিদ্ধান্ত অপরিপক্ক মনে হয়েছে। এখন শাহবাগ না জানি বেদখল হয়ে যায়। বড় চিন্তায় আছি। অন্তত ২৬ মার্চ পর্যন্ত শাহবাগে একটানা শান্তিপূর্ণ কর্মসূচী চালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.