নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ সমাচার।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

শাহাবাগ আন্দলন নিয়ে আলচনা করার পূর্বে কেন এই আন্দলন তা নিয়ে কিছু সধারন প্রশ্নের উত্তর খুজে বেড়াই।



বর্তমান মহাযোট - সম্পর্কে আমার ব্যাক্তিগত ভাবনা এই যে, বর্তমান আওয়ামি লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামি লীগ নেই, কারন এই মহাযোটের অন্যান্ন চালক (শেখ হাসিনা ব্যাথিত) যেমন মতিয়া আপা, ইনু, মেনন কি আর বঙ্গবন্ধুর সৈনিক? যাদের কিনা ইচ্ছা ছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর।কথিত দোশর কিছু রাজাকারও এখন মহাযোটের শরিক ও নীতি নির্ধারক।



মানবতা বিরধী বিচার এই মহাযোটের নির্বাচনী অঙ্গিকার ছিল। ক্ষমতায় আসার পর এরাই এই বিচার প্রক্রিয়া শুরু করে, ও প্রথম থেকেই নানা বির্তকের জন্ম দিতে থাকে। প্রথম থেকেই সুশিল সমাজ ও নানা পেশার ব্যাক্তিরা আইনের বিভিন্ন ধারা ও টেকনিক্যাল বিষয় নিয়ে সরকার ও আইন প্রনেতাদের দৃষ্টি আর্কশন করার চেষ্টা করেছেন কিন্তু সংশ্লিষ্টরা এই বিষয়ে কোন কর্নপাত করেন নাই। শুধুই লোক দেখান আইন পাশ করেছেন ও বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করেছেন।



এই বিচার শুধুই রাজনৈতিক হাতিয়ার সরুপ ব্যাবহার করেছেন। যখন এই হাতিয়ার ব্যার্থ হয় তখনি শাহাবাগের জন্ম ও আমাদের প্রান এর দাবিকে নিয়ে আর এক জুয়া খেলায় মত্ত হয় এই যোটের জন সমরর্থনহীন জুয়াড়ির দল। যারা নিজ প্রতিক নিয়ে ভোট তো পানই না তাই নৌকাতে সাওয়ার করে বঙ্গবন্ধুর আদর্শকে ভুলুন্ঠিত করেছেন।



শাহবাগের আয়োজকরা আজ লেজ গুটানোর পথ খুঁজে ফিরছেন, দেশে বিফল তাই বিদেশের মাটিতে আন্দলন করাচ্ছেন ও বিদেশে দেশের ভাব মুর্তি নষ্ট করছেন।



পরিশেষে বলতে চাই মহাযোটের ক্যান্সার আজ এই বাম রাজনৈতিরা আর বি,এন,পি র ক্যান্সার জামাত এবং আমরা আর এক নতুন মিরজাফর কে পেলাম এই বাম বুদ্ধিজিবীদের কল্যানে ইমারান এইচ সরকার যার নাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

পরিবেশ বন্ধু বলেছেন: এত ভজগট যে
যগাখিচুরি
বুদ্ধিজীবীরা এখন কয়
আহা মরি মরি
জনতা বিপাকে
খুজে স্বাধীনতা
নষ্ট দেশের সুনাম
বুকে বড় ব্যথা

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

বাংলার এয়ানা বলেছেন: এক্কেবারে মনের কথা...............................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.