নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

আয়ুব বাচ্চু

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

আজ সকালই সংবাদ পেলাম আয়ুব বাচ্চু আর আমাদের মাঝে নেই। এক নক্ষত্রের পতন। ব্যান্ড সংগিতের এক বিশাল ক্ষতি।

ফেইসবুকে যে হারে সবাই কন্না-কাটি ও প্রফাইল পিকচার চেইন্জ করছে তাও কিন্তু মনকে ভারাক্রান্ত করে দিচ্ছে। কিন্তু যা অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদের অনেক নিকট আত্নিয়-স্বজন বিদায় নিলেও হয়তবা আমরা এর শূন্য ভাগও এই ভাবে প্রকাশ করি না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

নতুন বলেছেন: মানুষ তার অনুভুতি প্রকাশ করছে.... আপনি কস্ট পাননাই বলে বিষয়টা সাধারন মনে হচ্ছে।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

বাংলার এয়ানা বলেছেন: কষ্ট পাই না কারন আত্নয়, প্রতিবেশী না খেয়ে, রোগের সাথে যুদ্ধ করে যাচ্ছে আমরা কি তার খবর রাখছি?

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

ইসমত বলেছেন: শুধুই হুজুগ; ফেসবুকের বিষয় ব্লগে টানা ভালো চোখে আর দেখা হয় না।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: কষ্ট পাই না কারন আত্নয়, প্রতিবেশী না খেয়ে, রোগের সাথে যুদ্ধ করে যাচ্ছে আমরা কি তার খবর রাখছি?

মানুষ কস্ট পায় কারন তার মন আছে.... যাদের মন নেই..তারা কস্ট পায় না।

সাইকোপ‌্যাথ যারা তারাও অনেকের কস্ট দেখেও নিজের মনে সেটা অনুভব করতে পারেনা। কারন সে ব্যাপারটার সাথে নিজেকে রেলেট করতে পারেনা।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

বাংলার এয়ানা বলেছেন: কষ্ট যে পাইনি তা কিন্তু নয়, যতটুকু পাবার ঠিক ততটকুই প্রকাশ করা উচিৎ নয় কি? মুল লিখাটা ভালভাবে পড়লে মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝতে সুবিধা হবে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

নতুন বলেছেন: আমি বলেছি আপনি অন্যরা কেন এতো বেশি কস্ট পাচ্ছে সেটা বুঝতে পারছেন না।

ফেসবুকে আপনাকে নিয়ে কেউ লেখা না কারন আপনি তাদের জীবনে কোন বিষয়না...

যারা নিজেদের টাকায় কেনা ডাটা খরচ করে তাদের অনুভুতি জানাচ্ছেন তাদের দোষ কেন ধরতে যাচ্ছেন সেটাই আমি বুঝতে পারছিনা।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

সনেট কবি বলেছেন: তার জন্য সবাই শোকাহত।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

হাফ হাতা শার্ট বলেছেন: তার বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.