নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সিআরবি

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৬

ছবি দেখার পূর্বে সি আর বি সর্ম্পকে না লিখলে অন্যায় হবে বিধায় উকিপিডিয়া এবং নিজ সংকলনে সংক্ষিপ্ত বিবরন দেবার প্রয়াস মাত্র এবং ভুল ত্রুটি মার্জনীয়।

চট্টগ্রাম শহরের অক্সিজেন সরবরাহকারি আন্যতম স্থান গুলোর মাঝে সি আর বি ও তার আশে পাশের স্থান অন্যতম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের প্রচিন স্থাপনার মাঝে অন্যতম সি আর বি অন্যতম। সি আর বি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া ভবনটি, বন্দর নগরীর প্রাচীনতম ভবন। এর পূর্বদিকে, সি আর বি সড়ক জুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। সিআরবি পার্শ্ববর্তী স্থানে রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে। সিআরবি পাহাড়ে রয়েছে হাতির বাংলো। এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শিরীষতলা নামে একটি প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে।

চট্টগ্রামে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দু'শো বছরের ইতিহাস বলে কিছু বাকি ভবনগুলোর মধ্যে একটি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ১৭৬০ সালে ব্রিটিশ শাসকরা নবাব মীর কাসিমের কাছ থেকে চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ভারত বিভাগের আগে ১৯৪৭ সাল পর্যন্ত এটি শাসন করেছিল। তাদের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন তৈরি করেছিল এবং এই বিল্ডিংগুলির মধ্যে একটি হল সিআরবি

















মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৫

অঙ্গনা বলেছেন: কখনো যাওয়া হয়নাই।
আপনার ছবি দেখে আগ্রহ জন্মাল মনে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৫

বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ আপানার আন্তরিক আগ্রহের জন্যে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

অপু তানভীর বলেছেন: আমার চট্রগ্রামের সকল বন্ধুদের মুখে এই নামটা এতো শুনে শুনে এখানে যাওয়ার ইচ্ছে জন্মেছে অনেক দিন হল । আপনার দেওয়া সাত এবং আট নম্বর ছবির একটা ভিডিও দেখেছিলাম । বৃষ্টির দিনে কেউ এই রাস্তায় যাচ্ছিলো আর ভিডিওটা করেছিলো । ভিডিওটা এতো পছন্দ হয়েছিলো । মনে হয়েছিলো যে কোন বৃষ্টিস্নাত দিনে এখান দিয়ে না হাটতে পারলে বিরাট আফসোস রয়ে যাবে !

ছবির জন্য ধন্যবাদ আপনাকে ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

বাংলার এয়ানা বলেছেন: আসা করি খুব তাড়াতাড়ি আপনার আফসোস আর থাকবে না। ধন্যবাদ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আপনি কি চিটাগং থাকেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

বাংলার এয়ানা বলেছেন: না ভাই, বর্তমানে ঢাকাতে আছি, ২০১৮ সনে চট্টগ্রেমে বসবাসের ৩য় পর্ব শেষ করে ঢাকা ফিরেছি। আপনাকে ধন্যবাদ লিখা পড়ার জন্যে ভাল থাকবেন।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুইপা ফেলিয়া

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১০

বাংলার এয়ানা বলেছেন: ভাই আপনার কমেন্টস এ অনুপ্রানিত হই।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: কত কিছু করা যায়, অথচ সরকারের মনোযোগ নেই। কত স্থান কত জায়গা, কত কি বৈচিত্র। অথচ নষ্ট করে ফেলার জন্য প্রস্তুত।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৭

জুল ভার্ন বলেছেন: সি আর বি (CRB) এর পূর্ণ রূপ হচ্ছে- সেন্ট্রাল রেলওয়ে ভবন- সেটাই আপনি উল্লেখ করেননি!

যেকোনো পোস্টে নিজস্ব কিছু বক্তব্য থাকা উচিৎ।

শুভ কামনা। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.