নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে প্রথম মোবাইল সেবা শুরু করে সিটি সেল সেবার মাধ্যমে। সিটি সেল সিডিএম প্রযুক্তির মাধ্যমে তাদের মোবাইল সেবা শুরু করে।
এর পর পর্যায়ক্রমে জিএসএম প্রযুক্তির মোবাইল সেবা গুলি তাদের সেবা শুরু করে। এই মোবাইল আসার পর থেকে ভিবিন্ন ভাবে আমাদের দৈনিক জীবন ও আচরনে বিভিন্ন সুপ্রভাব ও কূপ্রভাব প্ররিলক্ষিত হয়। আমি প্রথম মোবাইল হাতে পাই ১৯৯৭ সালে, আমার চাকুরী সুত্রে। মোবাইল নিয়ে আমার কিছু অভিজ্ঞতার কথা।
সিটিসেল যারা ব্যাবহার করতেন তারা এক প্রকার বনেদি ভাবে চলা ফেরা করতেন। কারন একটা সিটিসেল কানেকশনের মূল্য ছিল প্রায় লক্ষাধিক টাকা। সময়কাল অনূযায়ী তা কোটিপতির বিলাস সামগ্রী ছিল বই কি, আর কল রেট ত ছিল হাতি পালার সমান।
ওই সময়তে আমি ইস্কাটনে টিএমসি টাওয়ারে এক ফ্যাশান শোরুমে পারটাইম জব করি। খুব সম্ভবত এই টাওয়ারের ৮ কি ৯ তালায় এক জন সিটিসেল মোবাইল ব্যাবহার করতেন। উনি যে মোবাইল ব্যাবহারকারি বনেদি তা সবাই জানতেন, কিভাবে, সকাল বেলা যখন তিনি অফিসে আসতেন বা যে কোন সময়ে অফিস থেকে বের হতেন তিনি লবি পার হবার সময়ে মোবাইল কানে ঠেকিয়ে খুব উচ্চস্বরে কথা বলতেন যা ১ কিঃমি দূরে শোনা যেত। যদিও ওনেক চেষ্টা করেছিলাম জানার জন্যে কল গুল সত্যি না ফেইক ছিল।
আমারর অফিসের ড্রাইভার তার মায়ের সংবাদ নিবার জন্যে আমার মোবাইল নিয়ে কল করার জন্যে একটু দূরে যায়। আমি অনেকক্ষন খেয়াল করলাম সে কাকে যে খুব কাকুতি মিনতি করছে। আমি ভাবলাম কোন বড় বিপদ হয়ত। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। প্রতিউত্তরে সে আমাকে জানাল যে এক মহিলা বার বার ফোন রিসিভ করছে ও তাকে বারন করছে কল না করার জন্যে। আমি ফোন নিয়ে সঠিক নাম্বারে কল করলাম এবং প্রম্পট পেলাম সার্ভার থেকে "এই মুহুর্তে সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে কিছুক্ষন পর আবার ডায়াল করুন" এই প্রম্পট শুনে সে বার বার বলছিল "আপা একটু কথা বলতে দেন, আপা একটু কথা বলতে দেন"
পাবলিক বাসে গন্তব্যে যাচ্ছি, বনানী থেকে ধানমন্ডি পাশের এক জনের মোবাইল কল আসল, খুব সম্ভবত তার জন্যে কেউ অপেক্ষ করছিল ও জানতে চাইছিল সে কতদূর, ভদ্রলোক আমার পাশে এবং আমাদের অবস্থান মহাখালি, বলল এই ত ২৭ নাম্বার। প্রায় সময়তে পাবলিক প্লেসে এই আচরন দেখা যায়। সঠিক অবস্থান জানালে কি এমন মহা ভারত আসুদ্ধ হবে।
এইত গতকালের কথা, আমার পাশের বাড়ীর ভদ্রলোক মোবাইলে কথা বলছিলেন। তিনি নিশ্চিতভাবেই বাসায়, আপর প্রন্তের প্রতি উত্তরে তিনি বলছিলেন যে তিনি ১০ নাম্বারে ইভিনিং ওয়াক করছেন কলকারীর গন্তব্যের দিকেই আছেন, কিছক্ষনের মধ্যেই তিনি ৫ মিনিটের মধ্যাই তাদের দেখা হচ্ছে। আমি নিশ্চিত তিনি লুঙ্গি পরে খুব আয়েস করে বসে আছে আরো অন্তত ৩০ মিনিট পরে বের হবার জন্যে রেডি হবেন। আর ওই ভদ্রলোক রাস্তায় ওনার জন্যে ওপেক্ষা করবেন।
০৩ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৭
বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: বাস্তব ঘটনা। অহরহ ঘটছে।
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৪
বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:৩১
আরিফুর রহমান শুভ বলেছেন: আসাধারন