নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে চাই, সাম্যবাদের আলোয়

কবিতা এখন অস্ত্রের অধিকার

নিয়ন আলোয় বাউল

!!

নিয়ন আলোয় বাউল › বিস্তারিত পোস্টঃ

আমি অবশেষে একটা কবিতাই লিখবো

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

অবশেষে আমি একটা কবিতা লিখবো

কবিতা থেকে বরাবরের মত আসবে না

আমার প্রেমিকার গায়ের গন্ধ

কেনোনা তা বিলিন হয়েছে অন্য ঘ্রানে

অবশেষে কবিতার জন্য

আমি রক্তাক্ত হব না

কারন, কবিতা বলবে না

তথাকথিত অধর্মের কথা

বলবে না প্রেমই ধর্ম

কবিতা লেখা শেষে আমি

ঘামবো না, যেমনি ঘামতাম

মিছিল শেষে

কেনোনা আজ কবিতা কিম্বা মিছিল

কোনটাই পুঁজিবাদের ভয় না

তাই তো কবিতার সামনে পিছনে নেই

কোন ব্যরিকেড

এর মুখোমুখি টিয়ার ছেলের ঘ্রান

অবশেষে কবিতার জন্য, আমি

রাষ্ট্রদ্রোহী হবো না

কারন কবিতার কোন অংশে

থাকবে না বালিকার ণূপুর

ছুরে ফেলার গল্প কিম্বা সুন্দরবন

কবিতায় আফ্রিকা থেকে ছুটে

আসবে না কোন কালো হরিন

কিম্বা

রয়েল বেঙ্গলের গর্জনে ঢাকা

পরবে না কর্পোরেট জোছনা

অবশেষে আমি একটা কবিতা লিখবো

না, কোন বায়োডাটা সমেত

চাকুরীর আবেদন পত্র নয়

প্রিয়তমার চোখের পানি শুকিয়ে গেছে

সেই ছোট বেলা, হেটে পার হওয়া

গড়াই নদীর মত

অভিনয়ে মুখরিত জীবন তার

নাই পেল কোন এক কবিকে

দামি শাড়ী, গহোনা, সুখের অসুখে



আমি অবশেষে একটা কবিতাই লিখবো



তোমরা আবৃত্তিকার-রা পাঠ করো

কবি, কে না থাক কবিতাকে ভালোবেসে

ক্রোন্দন আর নিরাবতার ভাষায়…………….



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লিখেছেন ! +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

নিয়ন আলোয় বাউল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.