| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে এই পরিচয় হোক না তা অন্য সময়। সময় তখন স্লোগান আর মিছিল ঘেরা। স্লোগান বলছে “ আমার মাটি আমার মা, নাইজেরিয়া হবে না”।স্লোগানে স্লোগানে ভালোবাসার এই যে মিলন, তাই আমাদের সম্পর্ক। যদি বলো প্রেম তবে মিথ্যে বলা, যদি বন্ধুত্ব তাও।এ শুধু সম্পর্ক আর কিছু না। যে চুম্বনে শুধু কামনা, দিও না আমায়।পাশাপাশি বসা, গল্প, একসাথে নিকোটিন ভাগাভাগি।এ শুধু প্রেম নয় অন্য কিছু। ছেলেটার তলি ছেড়া জিস্ন, হাটুর উপর পাঞ্জাবী। মেয়েটা “ তোমার আমার এই পরিচয় শুধু সম্পর্ক, এর কোন নাম নেই”। ছেলেটা ছবি আকে, মেয়েটা উচ্ছল, গানের ফাকে হঠাৎ এসে বসে। গান তখন “এই ভিটা ছাড়বো না, এই মাটি ছাড়বো না, ছাড়তে বলো ছেড়ে দেব তাগরা জানের মায়া”।মেয়েটার চোখে অশ্রু, সে বলে, “আমার কাছে ভালোবাসা মানে দ্বিগন্ত ছেড়া আকাশ”। চারিদিকে স্লোগান, মিছিলের লহরে নাচে সময়। মেয়েটার দুদিন বাদে বিয়ে, ছেলেটা একটা ছবি আকার অতৃপ্তি। এর পর অনেক কাগজ, কালি, পেন্সিল শহীদ হয় জীবনের আন্দোলনে। আর সম্পর্ক, “বন্ধু আমার জন্য একটা লাল রং ঘুড়ি………………….”। ট্রেনটা ছুটে চলে, দিগন্তে অস্ত যাওয়া লাল টকটকে সূর্যের সাথে লাল রং ঘুড়ি মেয়েটার বাড়ির পথে, যদি সে অর্ঘ হয় তার ছেলের ।
©somewhere in net ltd.