নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে নয় আলোতে ভয় ।

অ তে অয়ন

i am the easiest puzzle which gonna take longest time to solve....

অ তে অয়ন › বিস্তারিত পোস্টঃ

তুমিহীন আমি

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১২

তোমায় ছাড়া একা খুব ভাল আছি । শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি । কত রাত ভোর করেছি,তবু যেন কথার ঝুরি ফুরাতোই না । এখন খুব ভাল আছি । মোবাইলের চার্জ শেষ হওয়ার ভয় নেই । সকাল বেলার ক্লাস মিস করে ম্যাডামের গালি খেতে হয় না । দেখেছ কত ভাল আছি তোমায় ছাড়া । তোমাকে এখন আর মনে পরে না । শুধু ধানমন্ডির ফুচকার দোকানটাকে ছাড়া । এখনো যাই । কোনার টেবিল টায় চুপচাপ বসেই থাকি । দোকানদার মামা অবাক হয় একা দেখে । হয়তো তোমাকে দেখে অন্য কারো সাথে । কিচ্ছু মনে পরেনা আমার । শুধু তোমার টোল পরা গালদুটো ছাড়া । জানো তবু খুব ভাল আছি । শুধু রাতে খেতে ভুলে যাই । কেউতো ঝাড়ি দিয়ে বলেনা ,, এই ভাত খেতে যাও নইলে কথা বন্ধ । আমি চাইও না আর কেও বলুক । সত্যি খুব শান্তিতে আছি তোমাকে ছাড়া । অন্তত কেউতো আর আমার সামান্য সর্দিতে হাউকাউ করে বলবে না ,, কতদিন বারণ করেছি । । আমি চাইনা কেউ আমার শার্টের হাতা ধরে টানাটানি করুক । আইসক্রীম কিনে দেওয়ার জন্য বায়না ধরুক । শুধু একবার হাতটা ধরার লোভ আমি কত আগেই ছাড়ে দিয়েছি । তবু জান , শুধুশুধু মন খারাপ করি । জানিইতো আর আসবেনা । । ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.