| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু এত সহজ, নাকি এত কঠিন!
আমার স্বদেশ, কত শত কস্ট তোমার
ঈশ্বর হে ভুবনেশ্বর
মরিতে চাহিয়া আমি চিৎকার করি না
আমি বিচারও চাহি না।
আমি মানুষের মাঝে শুধু সততা চাহি
সব কিছুর বিনিময়ে হলেও
মানুষ আমায় মানুষ কর।
থামাও মৃত্যুর মিছিল
এতো মৃত্যু নয় -
থামাও এই হত্যার মিছিল....।
©somewhere in net ltd.